ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আহমেদাবাদের হাসপাতালে অবশেষে শনাক্ত হল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণির দেহ(Vijay Rupani)। বিমান দুর্ঘটনার তিন দিন পর ডিএনএ নমুনার মাধ্যমে দেহটি শনাক্ত করা হয়েছে। তাঁর পরিবারের লোকজনের কাছ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ডিএনএ নমুনা সংগ্রহ করেছিলেন। তার সঙ্গে মৃতদেহের ডিএনএ নমুনা মিলেছে। দেহটি পরিবারের হাতে তুলে দিয়েছেন কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে রূপাণির দেহ নিয়ে গিয়েছে পরিবার।
মেয়ের সঙ্গে দেখা হল না (Vijay Rupani)
গত ১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইকগামী বিমানে উঠেছিলেন বিজয় রূপাণি(Vijay Rupani)। লন্ডনে কন্যার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ওই বিমান রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। সামনের একটি বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে বিমানটিকে বিস্ফোরণ হয় এবং আগুন জ্বলে ওঠে। এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত সেই এআই১৭১ বিমানে রূপাণি-সহ মোট ২৪২ জন ছিলেন। এক জন মাত্র যাত্রী বরাতজোরে বেঁচে গিয়েছেন। বাকি ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে এখনও পর্যন্ত অমেমদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৭০।

বিজয় রূপাণির দেহ শনাক্ত (Vijay Rupani)
২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন রূপাণি(Vijay Rupani)। বিমান ভেঙে পড়ার পর বিস্ফোরণের অভিঘাতে যাত্রীদের অধিকাংশের দেহই ঝলসে গিয়েছে। গুজরাট প্রশাসন প্রথম দিনই জানিয়েছিল, দেহ শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা পরীক্ষা করে দেখা হবে। তাছাড়া কোনও লাশই শনাক্ত করা সম্ভব নয়। বিমানের যাত্রীদের আত্মীয়দের ডিএনএ নমুনা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। বিমানটি যেখানে ভেঙে পড়েছে, সেটি ছিল ডাক্তারদের একটি হস্টেল ভবন। সেখানে এবং তার আশপাশেও অনেকের মৃত্যু হয়েছে। রূপাণির পরিবার প্রথম দিন থেকেই হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখেছিল। তিন দিন পর তাদের দেওয়া ডিএনএ নমুনার সঙ্গে রূপাণির নমুনা মিলে যায়। এখনও পর্যন্ত ডিএনএ নমুনার মাধ্যমে আহমেদাবাদে ৩২টি দেহ শনাক্ত করা হয়েছে। তারমধ্যে ১৪টি দেহ তুলে দেওয়া গিয়েছে পরিবারের হাতে।
আরও পড়ুন-Turkey: দুর্ঘটনাগ্রস্ত বিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে তুরস্কের সংস্থা! অভিযোগ অস্বীকার আঙ্কারার
রাজকোটে শেষকৃত্য (Vijay Rupani)
সূত্রের খবর, বিজয় রূপাণির শেষকৃত্য সম্পন্ন হবে রাজকোটে(Vijay Rupani)। আহমেদাবাদের সিভিল হাসপাতাল থেকে দেহ হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন সিএমও দফতরের আধিকারিকেরা। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ পটেল জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণির পরিবারের সদস্যদের জানানো হয়েছে যে ডিএনএ মিলেছে। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণির বাসভবনে যান এবং তাঁর পরিবারকে জানান যে ডিএনএ মেলানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী পরিবারকে এও জানিয়েছেন যে রাজ্য সরকার রাজকোটে শেষকৃত্যের যাবতীয় প্রক্রিয়ায় তাঁদের পাশে থাকবে। কখন দেহ গ্রহণ করা হবে, সেই সিদ্ধান্ত পরিবারের সদস্যরাই নেবেন।স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিংভি জানান, ‘রবিবার ১১টা ১০ মিনিটে এসে পৌঁছায় ডিএনএ রিপোর্ট।

আরও পড়ুন-Donald Trump: ‘আমাদের উপর হামলা হলে…,’ ইরানকে তছনছ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
‘১২০৬’ ছিল সৌভাগ্যের সমান (Vijay Rupani)
একবার নয়, পরপর দু’বার সফরের দিন বদল করেছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী(Vijay Rupani)।শেষমেশ ১২ জুন আমদাবাদের সেই অভিশপ্ত বিমানে উঠেছিলেন তিনি। সেই বিমানই টেক-অফ করার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। মৃত্যু হয় ২৪১ জন যাত্রীর, তাঁদের মধ্যে ছিলেন রূপাণিও।স্ত্রী ও কন্যার সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন তিনি। তবে ঠিক কী কারণে তিনি পরপর ২ বার টিকিট বাতিল করেছিলেন তা স্পষ্ট না হলেও ঘনিষ্ঠ মহল বলছে, পয়া নম্বরের ওপর ভরসা করেই তিনি এটা করেছিলেন। ঘনিষ্ঠরা জানাচ্ছেন, ‘১২০৬’ ছিল তাঁর কাছে সৌভাগ্যের সমান। সেই কারণে বছরের ষষ্ঠ মাস জুনের ১২ তারিখ তিনি পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বলে ঠিক করেন। কিন্তু ভাগ্যের পরিহাসে ‘১২০৬’-তেই লন্ডনগামী বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।এই প্রিয় সংখ্যার প্রতি রূপাণির বিশ্বাস ছিল অবিচল। স্কুটার থেকে শুরু করে সব গাড়ির নম্বর, সবেতেই থাকত ‘১২০৬।’
