ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার প্রিন্সটনে(Body Recovered In US) নিজের ছোট ভাইকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ম্যাথিউ হার্টজেন নামক এক ব্যক্তিকে। তার বিরুদ্ধে অভিযোগ ভাই জোসেফ হার্টজেনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছেন, তাঁর একটি চোখ উপড়ে ফেলে তা খেয়েও ফেলেন। এমনকি পরিবারের পোষা বিড়ালটিকেও আগুনে পুড়িয়ে মেরেছেন।
ধারালো অস্ত্র এবং গলফ স্টিক (Body Recovered In US)
শনিবার রাতে উইথারস্পুন স্ট্রিটের কাছে মিশেল মিউস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে ২৬ বছরের ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে(Body Recovered In US)। ঘটনায় নিহতের ৩১ বছর বয়সি দাদাকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। এবং ধারণা করা হচ্ছে, হত্যার সময় তিনি একটি ধারালো অস্ত্র এবং গলফ স্টিক ব্যবহার করেছিলেন।
উপড়়ে নেওয়া হয়েছিল চোখ (Body Recovered In US)
শনিবার গভীর রাতে নিজেই পুলিশকে ডেকেছিলেন নিহতের দাদা ম্যাথিউ হার্টজেন(Body Recovered In US)। পুলিশকে বলেছিলেন, রাতে বাড়ি ফিরে তিনি ভাইয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। নিহতের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। উপড়়ে নেওয়া হয়েছিল চোখও। ঘটনাস্থলে এসে জোসেফ হার্টজেনের ক্ষতবিক্ষত দেহ, রক্তমাখা ছুরি, কাঁটা এবং প্লেট খুঁজে পান। এর থেকে পুলিশ অনুমান করছে যে ম্যাথিউ তাঁর ভাইয়ের দেহাংশ খেয়েছেন।

আরও পড়ুন: Israel: ইজরায়েলে ফের জঙ্গি হামলা, সজোরে ধেয়ে এল উন্মত্ত গাড়ি
প্রাক্তন ফুটবল খেলোয়াড়
নিহত জোসেফ হার্টজেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ফুটবল খেলোয়াড় এবং লোকাস্ট পয়েন্ট ক্যাপিটাল নামে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে বিশ্লেষক হিসেবে কাজ করতেন। অভিযুক্ত ম্যাথিউ হার্টজেন ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলোয়াড় ছিলেন এবং তাঁর বিরুদ্ধে ২০১৭ সালে ড্রাইভিং-এর সময় মদ্যপানের অভিযোগ থাকলেও এর আগে কোনো গুরুতর অপরাধের রেকর্ড ছিল না।
সাদামাঠা জীবনযাপন
ম্যাথিউদের বাবা ডেভিড একটি প্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, যাঁর বার্ষিক আয় প্রায় ১০০ মিলিয়ন ডলার। প্রতিবেশীরা বলছেন, ‘‘ম্যাথিউদের পরিবার আমেরিকান। অভিজাত হলেও সাদামাঠা জীবনযাপন করত তারা।’’ এ হেন ম্যাথিউ যে এমন ঘটাতে পারেন, তা স্বপ্নেও ভাবেননি স্থানীয়েরা।