ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বোয়িং-এর ৭৮৭ ড্রিমলাইনার বিমান আবারও বিপদে ফেলল যাত্রীদের(Boeing 787 Dreamliner)। গত সপ্তাহে আমেরিকার ওয়াশিংটনের আকাশে মাঝপথে বিকল হয়ে যায় ‘ইউনাইটেড এয়ারলাইন্স’-এর একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের বাঁ দিকের ইঞ্জিন। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ঘটে যাওয়া এই ঘটনায় পাইলট দ্রুত ‘মে ডে’ আপৎকালীন কল দেন এবং বিপদ এড়াতে বিমানটিকে ঘুরিয়ে ফের ওয়াশিংটন ডালস বিমানবন্দরে নামানো হয়। অল্পের জন্য এ যাত্রায় বড়সড় বিপদ থেকে রক্ষা পান বিমানটির যাত্রী ও কর্মীরা।
কী হয়েছিল ২৫ জুলাই? (Boeing 787 Dreamliner)
বিমানটি ওয়াশিংটন ডালস বিমানবন্দর থেকে মিউনিখের উদ্দেশে উড্ডয়ন করে ২৫ জুলাই, স্থানীয় সময় দুপুরে (Boeing 787 Dreamliner)। উড্ডয়নের কয়েক মিনিট পরই পাইলট বুঝতে পারেন বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তখন বিমানটি ছিল প্রায় ৫,০০০ ফুট উচ্চতায়। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন সম্পূর্ণভাবে বিকল হয়ে যায়, এবং ককপিটে সতর্কবার্তা ধরা পড়ে।
পাইলট সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবস্থা ঘোষণা করেন। যাত্রীদের সতর্ক করা হয় এবং নিরাপত্তা নির্দেশিকা মেনে চলতে বলা হয়।
জরুরি পদক্ষেপ ও অবতরণ (Boeing 787 Dreamliner)
ইঞ্জিন বিকল হওয়ার পর পাইলট সিদ্ধান্ত নেন, বিমানটিকে সরাসরি নামানো যাবে না কারণ উড্ডয়নের পর ট্যাংকে প্রচুর জ্বালানি ছিল। তাই বিমানটি প্রায় ২ ঘণ্টা ৩৮ মিনিট ওয়াশিংটনের আকাশে ঘুরতে থাকে জ্বালানি ক্ষয়ের জন্য।
অবশেষে সন্ধ্যায় নিরাপদে ওয়াশিংটন ডালস বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
২৫০ জন যাত্রী এবং ক্রু সদস্য অক্ষত রয়েছেন।
পাইলটের তৎপরতা ও এটিসি-র সময়োপযোগী সহযোগিতার প্রশংসা করেছে ইউনাইটেড এয়ারলাইন্স।

আরও পড়ুন: S-500 Air Defence Missile : ভারত আনছে রাশিয়ার এস-৫০০ ট্রায়াম্ফটর-এম! আকাশ প্রতিরক্ষায় নতুন সংযোজন
তদন্ত শুরু, প্রশ্নে বোয়িং ৭৮৭-এর নির্ভরযোগ্যতা (Boeing 787 Dreamliner)
ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, কী কারণে ইঞ্জিন বিকল হল, তা জানতে FAA (ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন) এবং সংস্থার নিজস্ব প্রকৌশলীরা যৌথভাবে তদন্ত করবে (Boeing 787 Dreamliner)।
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার নিয়ে গত কয়েক বছরে একাধিকবার প্রশ্ন উঠেছে। এর আগেও এই বিমানের ইঞ্জিন এবং ব্যাটারি সম্পর্কিত সমস্যা নানা বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুন: Indian Railways : ভারতীয় রেলে কত জন যাত্রা করেছে গত পাঁচ বছরে? পরিসংখ্যান প্রকাশ করল রেল!
ভারতের এআই১৭১ দুর্ঘটনার ছায়া (Boeing 787 Dreamliner)
এই ঘটনার ঠিক এক মাস আগে, ১২ জুন ২০২৫, ভারতের আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং (Boeing Airplanes) ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘এআই১৭১’ (Boeing 787 Dreamliner)।
- উড্ডয়নের এক মিনিটের মধ্যেই বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।
- গতি হারিয়ে লোকালয়ের মধ্যে আছড়ে পড়ে বিমানটি।
- বিমানে থাকা ২৪৩ জন যাত্রী এবং স্থানীয় মিলিয়ে ২৬০ জনের মৃত্যু হয়।
ওই ঘটনার তদন্ত এখনও চলছে। এর পর মাত্র এক মাসের মাথায় আমেরিকায় আরেকটি বোয়িং ৭৮৭-এ একই ধরনের সমস্যা ধরা পড়ায় আতঙ্ক বেড়েছে।
বোয়িং-এর চ্যালেঞ্জ (Boeing 787 Dreamliner)
বোয়িং-এর ড্রিমলাইনার প্রকল্পকে নিয়ে এয়ারলাইন্স সংস্থাগুলির মধ্যে বিশ্বাসের সংকট তৈরি হচ্ছে।
- এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার পর FAA ও DGCA (ভারতীয় বিমান নিয়ন্ত্রক সংস্থা) বোয়িং-এর বিমানের ইঞ্জিন মেইনটেন্যান্স প্রটোকল নিয়ে প্রশ্ন তোলে।
- সাম্প্রতিক ওয়াশিংটনের ঘটনায় সেই সন্দেহ আরও গভীর হল।