ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বামী অত্যাচার করতেন এই অভিযোগে থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগও জানান মহিলা(Bombay High Court)। কিন্তু পরে আবার নিজেই স্বীকার করেন সে অভিযোগ মিথ্যে। নিজেই স্বীকার করে নেন, স্বামীর আচরণ শোধরানোর জন্য তিনি ওই মিথ্যা মামলা করেছিলেন। পাল্টা বিবাহবিচ্ছেদের মামলা করেন স্বামী। মহিলার আচরণ স্বামীর প্রতি নিষ্ঠুরতা বলে মনে করছে বম্বে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
স্বামীকে সাজা দিতে হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী (Bombay High Court)
২০০৬ সালে ওই দম্পতির বিয়ে হয়। কিন্তু কয়েক মাসের মধ্যে আলাদা জীবনযাপন শুরু। এই অবস্থায় স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী(Bombay High Court)। নিম্ন আদালতে দুই দফা সেই অভিযোগ খারিজ হওয়ার পরেও স্বামীকে সাজা দেওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন স্ত্রী। পরে স্বীকার করেন স্বামীর আচরণ শোধরাতে স্ত্রীর ৪৯৮-ক ধারায় অভিযোগ করেছিলেন তিনি।
কী উদ্দেশ্য ছিল এই মিথ্যা মামলার? (Bombay High Court)
মহিলা তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছিলেন(Bombay High Court)। থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগও জানান। পরে স্বামীর বিরুদ্ধে অভিযোগের বিচার শুরু হলে, নিজের দোষ স্বীকার করে নেন মহিলা। তিনি জানান, ওই মিথ্যা মামলার উদ্দেশ্য ছিল স্বামীর আচরণ শুধরে নেওয়া। স্বামীকে শাস্তি ভোগ করানোর জন্য ওই মামলা তিনি করেননি বলে জানান।
আরও পড়ুন:Budget 2025: ২০২৫-এর বাজেটে কর কাঠামোতে বড় পরিবর্তনের আশা! কী হতে পারে নতুন ঘোষণা?
কী পদক্ষেপ নেয় আদালত?
এই ধরনের মিথ্যা মামলার জেরে স্বামীর আচরণ শোধরানোর বদলে তাঁর উপর বিরূপ প্রভাব ফেলেছে বলেও মনে করে আদালত। স্বামী এবং তাঁর পরিবার মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে হেনস্থা হয়েছেন। অথচ এই অভিযোগের কারণ ছিল স্বামীর আচরণ বদলানো। স্ত্রীর এমন পদক্ষেপ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সম্পর্কের ভিত্তি এর ফলে নষ্ট হতে পারে অবশ্যই, পারস্পরিক বিশ্বাস নষ্ট হয়। যা স্বাভাবিক দাম্পত্য জীবনের পরিপন্থী। অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় স্বামীকে বেকসুর খালাস করে দেয় আদালত।
আরও পড়ুন:Maha Kumbh 2025: প্রয়াগরাজে অমৃতকুম্ভের সন্ধানে পুণ্যস্নান ভক্তদের
বিবাহবিচ্ছেদের মামলা মহিলার স্বামীর
তবে এই ঘটনার পর আদালতে পাল্টা বিবাহবিচ্ছেদের মামলা করেন ওই মহিলার স্বামী। স্বামীর উপর নিষ্ঠুরতার কারণে বিবাহবিচ্ছেদের নির্দেশ দেয় আদালত। হাই কোর্টও এবার সেই নির্দেশই বহাল রাখল। শ্বশুরবাড়িতে মহিলাদের উপর অত্যাচার ঠেকানোর আইনের অপব্যবহার প্রসঙ্গে সম্প্রতি সুপ্রিম কোর্টও সতর্ক করেছে বারবার। শীর্ষ আদালত জানিয়েছে, স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ মেটানোর অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে নিষ্ঠুরতা সংক্রান্ত আইন। পারিবারিক আদালত বিবাহ বিচ্ছেদের জন্য স্বামীর আবেদন মঞ্জুর করেছে বলে জানা যায়। আইনের অপব্যবহার করার কারণে এই রায়ও হাইকোর্ট বহাল রেখেছে।