ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডের বেশ জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। এবার তাঁকে দেখা যেতে চলেছে বলিউডে। তবে কোনও সিরিজ বা ছবিতে নয়। তিনি বলিউড মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন স্নেহার (Sneha Bose) সাথে। দর্শক এই প্রথম অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও অভিনেত্রী স্নেহা বোসকে (Sneha Bose) জুটি হিসাবে দেখতে পাবে। কোন ভিডিওতে দেখা যাবে অভিনেতাকে?
মিউজিক ভিডিওর নাম (Bonny Sengupta)
বলিউড মিউজিক ভিডিও ‘ কাইসে বাতায়েঁ’। জুটি বেঁধেছেন অভিনেতা বনি ও অভিনেত্রী স্নেহা (Bonny Sengupta)। মিউজিক ভিডিওটির পরিচালনায় রয়েছেন রানা আচার্য্য। পাশাপাশি তিনি ভিডিওটির সুরকার ও গীতিকার। গানটি গেয়েছেন রাজ বর্মন ও সায়ন্তনী ঘোষ।
ভালোবাসার গল্প (Bonny Sengupta)
গানের প্রতিটি লাইনে রয়েছে ভালোবাসার গল্প (Bonny Sengupta)। সময়ই জীবনের নানা ওঠাপড়ায় শেষ কথা বলে। ভিডিওটিতে তুলে ধরা হয়, দূরে গিয়ে কাছে আসার গল্প। দুজন অজানা অচেনা মানুষ একে অপরের নীরব ভালোবাসার গল্পে জড়িয়ে পড়ে। শহরের কোলাহলের মাঝে তাঁদের হঠাৎ দেখা হতে হতে এক নিঃশব্দ টান গড়ে উঠে। যা ধীরে ধীরে গভীর অনুভবে পরিণত হয়। কিন্তু আমরা যেটা চাই ,জীবন সব সময় সেটা চায় না। সময় ধীরে ধীরে তাদের আলাদা করে দেয়। আবার সেই সময়ই তাঁদেরকে কাছে আনে। অর্থাৎ গানের ভিডিওটিতে হারানো ভালোবাসা ফিরে পাওয়ার বার্তা রয়েছে।
আরও পড়ুন: Lawho Gouranger Naam Re: অপেক্ষার অবসান, সৃজিতের ছবিতে তারকার মেলা! সিক্রেট যিশু সেনগুপ্ত?

অভিনেতার অভিজ্ঞতা
অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) মনে করেন, দর্শকদের কাছে খুব ভালো একটি উপহার এই গান। বলিউডের স্নেহার সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন অভিনেতার কাছে। সাথে পরিচালক রানা আচার্য্য ও ‘নর্থ স্টার ফিল্ম এন্ড মিউজিক ‘ এর সাথে কাজ করার অভিজ্ঞতাও হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: Saheb-Susmita: একান্তে সময় কাটাচ্ছেন সাহেব-সুস্মিতা! নেটপাড়ায় ফাঁস সিক্রেট?
চলছে নতুন ছবির কথা
প্রসঙ্গত অভিনেতা বনি ( Bonny Sengupta) টলিউডের একজন ব্যস্ত অভিনেতা। শোনা গিয়েছে, তিনি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনায় অরিত্র মুখোপাধ্যায় পরিচালনায় কাজ করতে চলেছেন। যদিও এ বিষয়ে টলিপাড়ায় পোক্ত খবর পাওয়া যায়নি। তবে গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে আজির রেবতি। মূলত এটি একটি উড়িয়া ছবি। যেখানে মুখ্য মুখ বাংলার তারকা বনি সেনগুপ্ত। অভিনেতা ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু করেছিলেন বরবাদ দিয়ে। তারপর পর্দায় একের পর এক উপহার দিয়েছেন হিট সিনেমা। সেই তালিকায় রয়েছে তোমাকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, গার্লফ্রেন্ড, তুমি আসবে বলে’র মতো একাধিক ছবি। এছাড়াও এখন চলছে ঝড় আর বানসারা ছবির গাছ।