ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে ‘আজির রেবতী’ (Ajira Revati)। এটি একটি ওড়িয়া ছবি (Bonny Sengupta Odia Film)। যেখানে মুখ্য মুখ বাংলার তারকা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। কিন্তু হঠাৎ বাংলায় ইন্ডাস্ট্রি ছেড়ে ওড়িয়া ইন্ডাস্ট্রিতে বনি গেলেন কেন? তবে কি ওড়িয়া ইন্ডাস্ট্রিতে নিজের একটা পোক্ত জায়গা তৈরি করতে চাইছেন?
বনির সফল কেরিয়ার (Bonny Sengupta Odia Film)
‘বরবাদ’ দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু করেছিলেন। তারপর পর্দায় একের পর এক উপহার দিয়েছেন হিট সিনেমা (Bonny Sengupta Odia Film)। সেই তালিকায় রয়েছে ‘তোমাকে চাই’, ‘পারবো না আমি ছাড়তে তোকে’, ‘গার্লফ্রেন্ড’, ‘তুমি আসবে বলে’র মতো একাধিক ছবি। এছাড়াও ‘ঝড়’ আর ‘বানসারা’ ছবির কাজ চলছে। ছবি দুটি খুব শীঘ্রই মুক্তি পাবে। টলিউডে বনির একটা সফল কেরিয়ার রয়েছে। কিন্তু তারপরেও তিনি গেলেন ওড়িয়া ইন্ডাস্ট্রিতে।
মন ছুঁয়ে গিয়েছে গল্প (Bonny Sengupta Odia Film)
বনির অভিনীত প্রথম ওড়িয়া ছবি, ‘আজির রেবতী’ (Bonny Sengupta Odia Film)। গল্পটি অভিনেতার মন ছুঁয়ে গিয়েছে। প্রথমে ছবির গল্প শুনে ভেবেছিলেন, এই ছবিটা তাকে করতে হবে এবং তিনি করেছেন। ছবিটিতে রয়েছে নারী শিক্ষা এবং ক্ষমতায়নের জন্য সংগ্রাম সহ তার সমস্যা। মূলত এই ছবি সমাজে নারী শিক্ষার সচেতনতার বার্তা দেয় । ছবিটিতে বনিকে দেখা গিয়েছে গুরু সুবোধ চরিত্রে।
আরও পড়ুন: Alia Bhatt: আড়াই বছরে রাহার কামাল! মেয়ের ট্যালেন্ট দেখে কী লিখলেন আলিয়া?
পেয়েছেন প্রচুর ভালোবাসা
এক সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে শোনা যায়, ওড়িয়া এবং বাংলা শিল্পের মধ্যে তিনি খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছেন না। হয়ত ভাষা ভিন্ন, কিন্তু একজন শিল্পীর কাছে এটি একটি শিল্প। তিনি এখানে কোনও পার্থক্য অনুভব করেননি। সবাই তাকে প্রচুর ভালোবাসা দিয়েছে এবং সমর্থন করেছে। ওড়িয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে তিনি সত্যি আনন্দিত।
ওড়িয়া ভাষায় কথা বলা কঠিন!
বাঙালি হয়ে পর্দায় অনর্গল ওড়িয়া ভাষায় কথা বলা খুব একটা সহজ ছিল না। এটা অভিনেতার কাছে বেশ কঠিন ছিল। কারণ এর আগে ওড়িয়া ভাষা সম্পর্কে তার সেভাবে ধারণা ছিল না। শুটিং শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ আগে, বনির হাতে স্ক্রিপ্ট আসে। তারপর শুটিংয়ের জন্য ওড়িশায় যান। এই ছবি অভিনেতার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। হাতে সময়ও কম পেয়েছেন। যদিও সেই সময় তার জন্য একজন অনুবাদক ছিলেন। সমস্ত চ্যালেঞ্জ পেরিয়ে বনি ছবিটি ভালো ভাবে করতে পেরেছেন। এছাড়াও শুটিংয়ের সময় পেয়েছেন পরিচালকের সাহায্য।
আরও পড়ুন: Met Gala 2025: মেট গালায় ইতিহাস তৈরি করবেন শাহরুখ! দেখা যাবে কোন লুকে?
বাংলাতে মুক্তি
অভিনেতার ইচ্ছা আছে, আগামীতেও কাজ পেলে তিনি ওড়িয়া ছবিতে কাজ করবেন। তবে ‘আজির রেবতী’র মাধ্যমে দর্শক তাকে কতটা গ্রহণ করে তার উপর নির্ভর করছে ভবিষ্যৎ কাজের পরিকল্পনা। ‘আজির রেবতী’ শুধুমাত্র ওড়িয়া নয়, বাংলা ভাষায়ও ছবিটি মুক্তি পাবে। তবে বাংলায় কবে মুক্তি পাবে, তার তারিখ এখনও জানা যায়নি।