Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাবছেন হারিয়ে যাবেন, কিন্তু কোথায়? আপনি কি বই পড়তে ভালোবাসে (Independence Day)? কিন্তু অত্যাধিক দামের জন্যই সংগ্রহ করতে পারেন না? কল্পনায় না ভেসে সস্তায় বস্তা ভর্তি বই কিনতে চান? তবে চলে আসুন ১৫ই আগস্ট পরিচিত বই পাড়ায়, স্বাধীনভাবে বই সংগ্রহ করুন বস্তা ভরে। স্বাধীনতা দিবসে আপনিও স্বাধীনভাবে বই সংগ্রহ করতে পারবেন।
বইয়ের গন্ধ রয়েছে বাঙ্গালীর রন্ধ্রে রন্ধ্রে (Independence Day)। বর্তমান সময়ের তা কতটা প্রযোজ্য, সেই বিষয়ে কিছু মানুষের হয়ত সন্দেহ থেকেই যায়। ‘রিল’ আর ‘রিয়েল’ লাইফের তফাৎ কি আজকের মানুষ বোঝে? নাকি সবটাই সময়ের দোষ!
কলেজ স্ট্রিট (Independence Day)
কলকাতার বইপাড়ার অপর নাম “কলেজ স্ট্রিট”। যদি কোন জায়গাকে শহরের বুদ্ধিবৃত্তির কেন্দ্র বলা যায়, তাহলে তা হবে এই কলেজ স্ট্রিট, বইপ্রেমীদের জন্য এটি যেন ইডেন গার্ডেন। এখানে সময়ের চাকা শুধু আগামীর দিকে এগিয়ে যায়, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে, স্বপ্ন সত্যির অঙ্গীকার হয়। কলেজ স্ট্রিট শুধুমাত্র একটি অঞ্চলের নাম নয়। সময়ের সঙ্গে হয়ে উঠেছে বাংলার শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান। ইতিহাসের পাতা ঘাটলে জানা যাবে, অনেক সাহিত্যিক, লেখক ও প্রকাশকের আঁতুড় ঘর এই স্থান। লেখাপড়া আর আড্ডায় কলকাতার কলেজ স্ট্রিটের সঙ্গে প্রায় সমস্ত মানুষের এক অলিখিত সম্পর্ক রয়েছে অনন্তকাল ধরে। বইয়ের গন্ধ রয়েছে বাঙ্গালীর রন্ধ্রে রন্ধ্রে। বর্তমান সময়ের তা কতটা প্রযোজ্য, সেই বিষয়ে কিছু মানুষের হয়ত সন্দেহ থেকেই যায়। ‘রিল’ আর ‘রিয়েল’ লাইফের তফাৎ কি আজকের মানুষ বোঝে? নাকি সবটাই সময়ের দোষ!

স্থান: পরিচিত বই পাড়া
সময়: তাড়াতাড়ি গেলে ভালো,
নয়তো সব বই গেল…
( সকাল ৮:০০ থেকে বিকেল ৮: ০০)
দেশি হোক কিংবা বিদেশি, কলকাতায় এলে সকলেই একবার এই কলেজ স্ট্রিট দর্শন করে যান। আপনারা ভাবতেই পারেন, বই ছাড়া এখানে আবার দেখার আছে টা কি! আমি বলব, ‘আছে আছে, ইতিহাস থেকে বিজ্ঞান, ভূগোল থেকে সাহিত্য, গল্প থেকে উপন্যাস, কবিতা থেকে নাটক…‘ এইসবের রসদ যে মিলবে এখানেই।
সস্তায় স্বপ্ন বিক্রি হয়! (Independence Day)
বই পাড়ায় সস্তায় স্বপ্ন বিক্রি হয় বছরের তিনটে দিনে, বই প্রেমীদের ভিড় বলে দেয় মানুষ আজও ঠিক কতটা বইমুখী। প্রজাতন্ত্র দিবস (২৬শে জানুয়ারি), পয়লা মে( ১লা মে), স্বাধীনতা দিবস( ১৫ই আগস্ট); এই তিন দিনে কম দামে হাতে চলে আসে কিছু অমূল্য রত্ন, তারই খোঁজে কলেজ স্ট্রিটে হানা দেয় বইপোকারা। ছোটবেলায় আমাদের মা ঠাকুমারা বলতেন, ‘বই মাটিতে রাখতে নেই, তাহলে বিদ্যা চলে যায়…’। কিন্তু কলেজস্ট্রিটে হাজার হাজার বইয়ের ঠিকানা মেলে সেই রাস্তায়, যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত ব্যস্ততা আনাগোনা করে চলেছে। বছরের ওই তিনটে দিনে সস্তার বইমেলার সন্ধান পায় অনেকে, সন্ধান নয় বরং অপেক্ষা করে অধীর আগ্রহে। আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে, ‘দামে কম মানে ভালো’ বই আপনিও পেয়ে যেতে পারেন।
আরও পড়ুন: Shukra Gochar 2025: শুক্রের গোচরে পুজোর আগেই কপাল খুলতে চলেছে তিন রাশির
আর দেরি কেন, স্বাধীনতা দিবসে
স্বাধীন হয়ে বই কিনুন, বই কিনে দিন…
এবার তবে পছন্দের বই খুঁজে
নিন, আপনার চেনা ‘বই পাড়ায়’।