ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার গভীর রাতে কলকাতার জোড়াসাঁকো (Jorasanko Murder Case) থানা এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। মদের আসরে বচসার জেরে কাঁচের বোতল ভেঙে বন্ধুর গলায় ঢুকিয়ে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধেই। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বছর ১৯-এর তরুণ। বিপদ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আসরে উপস্থিত সকলেই। ফইজলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই যুবক (Jorasanko Murder Case)
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ফয়জল ফারহিম। বুধবার রাতে জোড়াসাঁকো থানার মদনমোহন বর্মন স্ট্রিটে ফয়জল বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন (Jorasanko Murder Case)। সেখানেই একটি বিষয় নিয়ে সামান্য বচসা শুরু হয়। তারপর সেটা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই যুবক। তখনই এক বন্ধু ফয়জলের গলায় মদের বোতল ভেঙে ঢুকিয়ে দেয়। এটা করতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যুবক ফয়জল। এমন অবস্থা দেখে ওই যুবক বিপদ ঘটে গিয়েছে বুঝে যায়। অভিযুক্ত এবং তার সঙ্গীরা এলাকা থেকে চম্পট দিয়েছে। তারপর রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু (Jorasanko Murder Case)
মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হবে বলেও জানা গিয়েছে (Jorasanko Murder Case)। ইতিমধ্যে দুই যুবকের বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন নিহতের মা। অভিযুক্তদের খোঁজে তদন্তে নেমে মহম্মদ নাবেদ নামে বছর চব্বিশের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মাঝেমধ্যেই মদ্যপানের আসরে বসত
ঠিক কী নিয়ে বচসা সেটা এখনও জানা যায়নি। তবে এই বন্ধুদের দল মাঝেমধ্যেই এমন মদ্যপানের আসরে বসত। এটা প্রত্যেক মাসেই দু’তিনবার ঘটত বলে পরিবার সূত্রে খবর মিলেছে। জায়গা শুধু পরিবর্তন হতো। তবে একই এলাকায়। এই খুনের ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে এলাকায়। দু’দিন আগে প্রায় একইরকম ঘটনা ঘটেছিল জোড়াসাঁকো থানা এলাকায়। নেশাগ্রস্ত অবস্থায় এক যুবককে খুন করার অভিযোগ ওঠে বন্ধুর বিরুদ্ধে। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে, মাথায় প্রবল আঘাতের জেরেই ঘটে মৃত্যু। সেই একই ঘটনা ঘটতে দেখা গেল আবার।