ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ রবিবার সকাল থেকেই কলকাতার ব্রিগেড প্যারেড (Brigade 2025) গ্রাউন্ড চত্বরে নজিরবিহীন রাজনৈতিক আবহ তৈরি হয়েছে। বামফ্রন্ট আয়োজিত এই বিশাল জনসমাবেশে উপস্থিত থাকার উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন বাম কর্মী-সমর্থকেরা। সমাবেশের আগেই কলকাতার শিয়ালদহ, হাওড়া, শক্তিগড় সহ একাধিক জায়গায় দেখা গিয়েছে কর্মীদের ঢল।
রাজনৈতিক মহলে তীব্র চর্চা (Brigade 2025)
বামেদের এই ব্রিগেড সভা ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র (Brigade 2025) চর্চা শুরু হয়েছে। সেই আবহেই কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে রাজনীতিতে। তিনি স্পষ্টভাবে বলেন, ‘‘বামেদের এই ব্রিগেড সফল হোক— এটাই আমি চাই। বামেরা কখনও সাম্প্রদায়িক রাজনীতি করেনি।’’ তাঁর বক্তব্যে বামেদের প্রতি একধরনের শুভেচ্ছা বার্তা স্পষ্ট হয়েছে।
লাল পতাকার ঢেউ (Brigade 2025)
সকাল থেকেই ব্রিগেডের মঞ্চে গান, হারমোনিয়ামের সুর, এবং লাল পতাকার (Brigade 2025) ঢেউ তুলে শুরু হয় কর্মসূচি। কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট সাতটি মিছিল ব্রিগেড অভিমুখে রওনা দেয়। মাঠে তখন থেকেই জমে উঠেছে জমায়েত। পূর্ব বর্ধমান থেকে আগত বাম সমর্থকরা থেমে যাচ্ছেন শক্তিগড়ে— ল্যাংচার দোকানে ভিড় জমাচ্ছেন তাঁরা, যা একপ্রকার উৎসবমুখর পরিবেশের ইঙ্গিত দিচ্ছে।
রবিবার সকালে হঠাৎ ফেরি পরিষেবা বন্ধ
তবে এই সমাবেশ ঘিরে কিছু বিতর্কও দেখা গিয়েছে। হাওড়ায় রবিবার সকালে হঠাৎ ফেরি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বাম কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। অভিযোগ উঠেছে, প্রশাসন পরিকল্পনা করে এই পরিষেবা বন্ধ করেছে যাতে ব্রিগেড সমাবেশে অংশগ্রহণে বাধা সৃষ্টি হয়। হাওড়া ফেরিঘাটে দফায় দফায় পুলিশ-বাম কর্মীদের মধ্যে বচসা হয়েছে বলে জানা গেছে।
কলকাতায় এসে হাজির
শিয়ালদহ স্টেশনে সকাল থেকেই লাল পতাকার ভিড় ছিল চোখে পড়ার মতো। বাম সমর্থকরা ট্রেন ধরে বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে হাজির হন। এই বিপুল জনসমাগমের মধ্যে কেউ কেউ বলছেন, ব্রিগেড মাঠে আবার একবার সেই পুরনো জয়ঘোষার ধ্বনি ফিরে এসেছে।
আরও পড়ুন: WB Weather: বৈশাখের শুরুতেই গরমের হুঁশিয়ারি, দক্ষিণবঙ্গে চার-পাঁচ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা!
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমাবেশ শুধুই একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আগামী দিনের নির্বাচনী সমীকরণে নতুন জোট ও বার্তার প্রেক্ষাপট তৈরি করল। কংগ্রেস নেতা অধীররঞ্জনের এই শুভেচ্ছা বার্তা যে বাম-কংগ্রেস ঐক্যের সম্ভাবনা আরও দৃঢ় করল, তা নিয়ে সংশয় নেই। সব মিলিয়ে, ব্রিগেডের সমাবেশ ঘিরে আজ রবিবার রাজনীতির লাল ছায়ায় ঢেকে গেল মহানগর কলকাতা।