Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একটানা ১২০০ মিটার দৌড়তে হয় ব্রোঙ্ক টেস্ট। মাত্র ছয় মিনিটের মধ্যেই এই পুরো দৌড় সমন্ন করতে হয় (Bronco Test)।
রোহিতদের বাদ দিতেই এই পদক্ষেপ (Bronco Test)
ফিটনেসের কথা বললে সবার প্রথমেই নাম আসে বিরাট কোহলির কথা। তার সময়েই চালু হয়েছিল ইয়ো ইয়ো টেস্ট। যে পরীক্ষায় সফল না হলে দলে জায়গা পাওয়া ছিল একপ্রকার অনিচিশ্চিত। এবার সেই টেস্টের পাশাপাশি ভারতীয় বোর্ড আনতে চলেছে আরও এক টেস্ট (Bronco Test)।
ইয়ো ইয়ো টেস্টের পাশাপাশি চালু হতে চলেছে ব্রঙ্কো টেস্ট। ভারতীয় পুরুষ দলের সবাইকেই দিতে হবে এই পরীক্ষা। এই টেস্ট যে মোটেই সহজ নয় সেই বিষয়ে আগেই সতর্ক করেছেন প্রাক্তন তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স (Bronco Test)।
এবার সেই টেস্ট নিয়ে মুখ খুললেন ভারতের আরেক প্রাক্তনী। সম্প্রীতি এই টেস্ট নিয়ে বিস্ফোরক দাবি করে প্রাক্তন ভারতীয় ব্যাটার বলেন রোহিত শর্মাদের বাদ দেওয়ার জন্যই নাকি এই পদক্ষেপ বোর্ডের।

ভারত তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ব্রঙ্কো টেস্ট নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। তিনি ২০২৭ বিশ্বকাপের আগে এই পরীক্ষা চালু করার মধ্যে অন্য কিছুর আশঙ্কা করছেন (Bronco Test)।
আরও পড়ুন : PM Modi Japan Visit : ইশিবার সঙ্গে মোদির আলোচনায় বুলেট ট্রেন! আরও কী কী বিষয়ে আলোচনা ?
তার দাবি অনুয়ায়ী রোহিত শর্মার মতো ক্রিকেটারদের দলে না রাখার জন্যই এই ফিটনেস পরীক্ষা চালু করছেন বোর্ড। এই পরীক্ষা নিয়ে মনোজ বলেন ‘আমার মতে বিরাট কোহলিকে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ থেকে দূরে রাখাটা বেশ কঠিন। তবে রোহিত শর্মাকে ওরা বিশ্বকাপের পরিকল্পনায় রাখবে কি না, সেই নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে।’
তিনি আরও বলেন ভারতীয় ক্রিকেটে কী হচ্ছে সেইদিকে তিনি কড়া নজর রাখেন। কারণ এই ব্রোঙ্ক টেস্ট চালু করার কারণ রোহিত শর্মাদের মতো ক্রিকেটারদের কথা মাথায় রেখে। তিনি তার বক্তব্যের মাধ্যমে বোর্ডকে একহাত নিয়েছেন (Bronco Test)।
কেমন হয় এই ব্রঙ্কো টেস্টে? এই পরীক্ষায় একটানা ১২০০ মিটার দৌড়তে হয়। মাত্র ছয় মিনিটের মধ্যেই এই পুরো দৌড়টা সম্পন্ন করে ফেলতে হয়। এবার থেকে ফিটনেসের মাপকাঠি হিসাবে ভারতীয় ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট এবং দুই কিমি টাইম ট্রায়ালের পাশাপাশি ব্রঙ্কো টেস্টও (Bronco Test) পাস করতে হবে।