ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানি সেনার হাতে আটক ভারতীয় বিএসএফ (BSF Jawan Detained By Pakistan) জওয়ান। পাকিস্তান রেঞ্জারের হাতে আটক হন বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সাউ। তিনি ফিরোজপুর সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে পোস্টেড ছিলেন। ভুল করেই সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন। জওয়ানকে অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করছে ভারত। এদিকে রিষড়ায় বসে ছেলেকে ফিরিয়ে আনার কাতর আবেদন জানালেন পাকিস্তান সেনার হাতে আটক বিএসএফ জওয়ান পুর্নম সাউয়ের বাবা ভোলানাথ সাউ।
পুর্নমকে দেশে ফিরিয়ে আনা হোক (BSF Jawan Detained By Pakistan)
পুর্নমের বাড়ি রিষড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে হরিসভা এলাকায়। গত মাসেই বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন তিনি। ৩১ মার্চ ফিরে যান পাঠানকোটে। সেখানেই তিনি নিযুক্ত। তাঁর স্ত্রী রজনী জানিয়েছেন, এর আগে কুম্ভমেলায় ডিউটি ছিল পুর্নমের। বাড়িতে ছুটি কাটিয়ে পাঠানকোট ফিরে যান। রজনী আরও জানান, মঙ্গলবার পহেলগাঁওয়ের ঘটনার পরে রাতে স্বামীর সঙ্গে কথা হয়েছিল তাঁর। সেই শেষ বার। বুধবার রাত ৮টা নাগাদ পুর্নমের এক বন্ধু ফোন করে তাঁর আটক হওয়ার খবরটা দেন (BSF Jawan Detained By Pakistan)। ৪০ বছরের জওয়ানের স্ত্রী রজনীর এখন কেন্দ্রীয় সরকারের কাছে তাঁদের একটাই আবেদন, যে ভাবেই হোক পুর্নমকে দেশে ফিরিয়ে আনা হোক।
ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে ভারতীয় সেনা (BSF Jawan Detained By Pakistan)
আটক হওয়া জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে পাকসেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে ভারতীয় সেনা (BSF Jawan Detained By Pakistan)। সেনা সূত্রে খবর, দু’পক্ষের মধ্যে কথাবার্তা চলছে। ওই জওয়ানকে এখনও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। কিন্তু তিনি যাতে সুস্থ, স্বাভাবিক ভাবে দেশে ফিরতে পারেন, ভারতীয় সেনা সেই চেষ্টাই করছে। তবে সেনার একটি সূত্রের দাবি, জওয়ানদের ভুল করে সীমান্ত পেরোনোর মতো ঘটনা নতুন এবং অস্বাভাবিক কিছু নয়। এ সব ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়। তবে এখন জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলায় ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
আরও পড়ুন: BSF Jawan Detained By Pakistan: পাকিস্তানি সেনার হাতে আটক হলেন ভারতীয় বিএসএফ জওয়ান
‘পাকিস্তানের বাহিনী ওকে তুলে নেয়’
পুর্নমের বাবা ভোলানাথ বলেন, ‘‘বুধবার সকালে ছেলেকে ফোন করি, কেউ তুলছিল না। রাতে এক বন্ধু-জওয়ান ফোন করে জানান। ওই বন্ধু বলেন, ওর শরীর খারাপ লাগছিল। তাই গাছের নীচে শুয়ে পড়ে। তখন পাকিস্তানের বাহিনী ওকে তুলে নেয়।’’ ভোলানাথ জানিয়েছেন, খবর পাওয়ার পরে বিএসএফের এক সিনিয়র অফিসারের সঙ্গে কথা হয় তাঁদের। ওই অফিসার জানিয়েছেন, রাত পর্যন্ত বৈঠক চলেছে। ভোলানাথ বলেন, ‘‘পুর্নম এখন কোথায় রয়েছে, তা জানতে পারিনি। আমার আবেদন, ছেলে কোথায়, আমায় বলুক। শুধু শুনেছি বর্ডার ক্রস করেছে বলে গ্রেফতার করেছে।’’