ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আগামী বছর বড় সুখবর বিএসএনএল ( BSNL )ব্যবহারকারীদের জন্যে। ২০২৫ সালে বিএসএনএল ( BSNL ) 5G পরিষেবা চালু করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের আশ্বাস। আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আগামী বছরের মাঝামাঝি সময়ে চালু হতে পারে বিএসএনএল ( BSNL ) 5G পরিষেবা।
২০২৫-এর আগামী মাঝামাঝি সময় থেকে 5G পরিষেবা চালু করার ক্ষেত্রে পদক্ষেপ করতে পারে বিএসএনএল। একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ মে বা জুনের মধ্যে এক লক্ষ টাওয়ার বসানোর পরিকল্পনা শুরু করেছে বিএসএনএল ( BSNL )। টাওয়ার বসানোর কাজ শেষ হয়ে গেলে কয়েকটি ফাইভ-জি (5G ) প্রযুক্তিতে রূপান্তরিত করা হবেও জানা গিয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কথায়, ফাইভ-জি পরিষেবা চালু করার লক্ষ্যে ভালোমতোই এগিয়ে চলেছি আমরা। আশা করছি, যে বিএসএনএল ফের নিজের পায়ে উঠে দাঁড়াবে।
বিএসএনএল( BSNL ) টাওয়ার বসানোর কাজ শেষ হয়ে গেলে, আর্থিক দিক থেকেও ঘুরে দাঁড়াবে বিএসএনএল। শুধু তাই নয় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, যে আর্থিক দিক থেকে সক্ষম হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী বৃদ্ধির পথে এগিয়ে চলেছে বিএসএনএল। তাঁর কথায়, ‘পুনরুজ্জীবনের পথে এগিয়ে চলেছে বিএসএনএল। ভারতের মতো দেশে তিন-চারটি মোবাইল অপারেটর থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: WhatsApp New Feature: হলিডে সিজনের আগে হোয়াটসঅ্যাপে নতুন চার ফিচার
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরো জানিয়েছেন, সরকারি মালিকাধীন সি-ডট এবং রেডিয়ো অ্যাকসেস নেটওয়ার্কের মাধ্যমে নিজস্ব 4G কোর তৈরি করা হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল টাটার মালিকাধীন তেজসের। আর সিস্টেম ইন্টিগ্রেটর সার্ভিসেস ছিল টাটা কনসালটেন্সি। তবে ইতিমধ্যে BSNL ৬২,০০০ টাওয়ার চালু করা হয়েছে। ভারত হল বিশ্বের পঞ্চম দেশ। ভারতের হাতে নিজস্ব 4G নেটওয়ার্ক এবং স্ট্যাক আছে। ২০২৫ এর মাঝামাঝি সময়ের মধ্যে এক লক্ষ টাওয়ারের কাজ সম্পূর্ণ হয়ে গেলে বিএসএনএল 5G প্রযুক্তির পথে হাঁটবে।
আরও পড়ুন: Whatsapp: গ্রুপে টাইপ করলেই ভাসবে ছবি, হোয়াটসঅ্যাপ আনল আরও মজাদার ফিচার
আরও কীভাবে বোঝা যাচ্ছে যে বিএসএনএল ঘুরে দাঁড়াচ্ছে? তাঁর স্বপক্ষে পরিসংখ্যানও পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি জানিয়েছেন, গত তিন-চার বছরে টেলিকম সংস্থার আয় বেড়েছে ১২ শতাংশ। ওই সময়ের মধ্যে ব্যয় দু’শতাংশ কমে গিয়েছে। ০২১ সালে বিএসএনএলের ‘অপারেটিং প্রফিট’ ছিল ১,১০০ কোটি টাকা। যা এখন দ্বিগুণ হয়ে ২,৩০০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।