ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দলের সমস্ত পদ থেকে ভাইপোকে আগেই সরিয়ে দিয়েছিলেন (BSP Supremo Mayawati) মায়াবতী। রবিবার লখনউয়ে বৈঠকে বসেছিলেন বহুজন সমাজ পার্টির নেতৃত্ব। সেখানেই দলের সমস্ত পদ থেকে ভাইপোকে সরিয়ে দেন বহেনজি। জাতীয় কো-অর্ডিনেটর পদে আকাশের পরিবর্তে আনা হয় তাঁর বাবা আনন্দ কুমারকে। আর সোমবারই ভাইপো আকাশ আনন্দকে বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে বহিষ্কার করে দিলেন মায়াবতী।
দলের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি (BSP Supremo Mayawati)
বছর তিরিশের আকাশকে মায়াবতী (BSP Supremo Mayawati) তাঁর উত্তরসূরি হিসাবে বেছে নিয়েছিলেন। ২০২৩-এ ভাইপোকে দলের জাতীয় সমন্বয়কারীর পদে বসান। মায়াবতীর পরেই দলের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠেন আকাশ। গত বছর লোকসভা ভোটের প্রচার শুরুর পর আচমকাই আকাশকে ওই পদ থেকে সরিয়ে দেন মায়াবতী। দলের তরফে বলা হয় আরও অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এই পদক্ষেপ। পরে জানা যায়, আকাশের তীব্র বিজেপি (BJP) বিরোধিতায় লাগাম টানতেই পদ থেকে সরান মায়াবতী। লোকসভা ভোট মিটতেই ভাইপোকে পদে ফিরিয়ে আনেন। তারপর বছর ঘোরার আগে পদ থেকে সরিয়ে দল থেকেও বহিষ্কার করলেন।
শ্বশুর অশোক সিদ্ধার্থের কথায় প্রভাবিত (BSP Supremo Mayawati)
এক্স হ্যান্ডেলে মায়াবতী (BSP Supremo Mayawati) লেখেন, ‘গতকাল বিএসপির সর্বভারতীয় বৈঠকে আকাশ আনন্দকে দলের জাতীয় কোর্ডিনেটর-সহ সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ তাঁকে দল থেকে বহিষ্কার করা হল। কারণ আকাশ তাঁর শ্বশুর অশোক সিদ্ধার্থের কথায় প্রভাবিত হয় কাজ করছিল। দলবিরোধী কাজের জন্য অশোককেও বিএসপি থেকে বের করে দেওয়া হয়েছিল। দলের ঊর্ধ্বে গিয়ে তাঁরা নিজেদের স্বার্থে কাজ করছিলেন। তাই পরম শ্রদ্ধেয় বাবা সাহেব আম্বেদকরের আত্মসম্মান ও আত্মমর্যাদাবোধের স্বার্থে এবং শ্রদ্ধেয় শ্রী কাঁশিরাম জির অনুশাসনের ঐতিহ্য অনুসরণ করে আকাশ আনন্দকে তাঁর শ্বশুরের মতো দল থেকে বহিষ্কার করা হল। এই সিদ্ধান্ত আমাদের দল ও আন্দোলনের স্বার্থে নেওয়া হয়েছে।’
আরও পড়ুন: Maoist Commander Surrender: আত্মসমর্পণ করলেন ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী কমান্ডার দীনেশ মোডিয়াম
বহুজন সমাজ পার্টির খারাপ অবস্থা
গত মাসে দলবিরোধী কাজের জন্য় বহিষ্কার করা হয় আকাশের শ্বশুর অশোককে। বিএসপি সুত্রে জানা যাচ্ছে, আকাশ আসলে তাঁর শ্বশুর অশোক সিদ্ধার্থের কথায় চলছিলেন। বিএসপি সুপ্রিমোর কাছে খবর পৌঁছায় আকাশকে নিয়ে দলে ঘোঁট পাকাচ্ছেন অশোক। তাতেই চটেছেন মায়াবতী। পাঁচ-ছয় বছর যাবত বহুজন সমাজ পার্টির খারাপ অবস্থা যাচ্ছে। উত্তর প্রদেশে তিনবার সরকার পরিচালনা করা বিএসপির এখন সে রাজ্যে বিধায়ক মাত্র দু’জন। মায়াবতী বলছেন পার্টির আগের অবস্থা ফিরিয়ে আনতে পার্টির স্বার্থে যা ঠিক সিদ্ধান্ত মনে হবে তাই তিনি নেবেন।