ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার ১৪ মার্চ পালিত হল দোল বা হোলি (Budhaditya Rajyog)। রঙের উৎসবের পরের দিনই কুম্ভ ছেড়ে মীন রাশিতে গোচর করতে চলেছে সূর্য। মীন রাশিতে আগে থেকেই বুধ অবস্থান করছে। বুধ ও সূর্যের মিলনের ফলে সেখানে বুধাদিত্য যোগ গঠন হবে। জ্যোতিষ অনুসারে অত্যন্ত শুভ এই রাজযোগ বিভিন্ন রাশির জাতকদের জীবনে অত্যন্ত পজ়িটিভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ১৪ মার্চ দোল উৎসবের পর আগামিকাল ১৫ মার্চ থেকে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ। শক্তিশালী এই রাজযোগের প্রভাবে জীবনে সোনালি সময় আসবে তিন রাশির। জেনে নিন এই ভাগ্যবান রাশি কারা।
মিথুন রাশি (Budhaditya Rajyog)
বুধাদিত্য রাজযোগের (Budhaditya Rajyog) দুর্দান্ত শুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতকদের জীবনে। মিথুন রাশির দশম ঘরে এই শুভ যোগ গঠিত হবে। এই সময় আপনি নিজের কেরিয়ারে চোখে পড়ার মতো উন্নতি লক্ষ্য করতে পারবেন। সম্পদ বৃদ্ধি হবে। বাকি থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন মিথুন রাশির জাতকরা। এর ফলে মনের ওপর থেকে চাপ কমবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি হতে পারে। যাঁরা চাকরির চেষ্টা করছেন, তাঁরা নতুন চাকরি পেতে পারেন।

কুম্ভ রাশি (Budhaditya Rajyog)
কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে বুধাদিত্য রাজযোগ গঠিত হবে (Budhaditya Rajyog)। এই যোগ আপনার জীবনে সোনালি সময় নিয়ে আসতে চলেছে। এই সময় আচমকা বেশ কিছু অর্থ কুম্ভ রাশির জাতকদের হাতে আসতে পারে। এর ফলে নিজের ব্যাংক ব্যালান্স অনেকটা বাড়িয়ে নিতে পারবেন আপনি। পেশাগত জীবনে উন্নতি করার নতুন সুযোগ পাবেন। জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। সাংসারিক জীবনেও মাধুর্য থাকবে।
আরও পড়ুন: Colour Stain Removing: রং খেলে দফারফা পছন্দের সাদা পোশাকের? এই পদ্ধতিতে আবার ধবধবে হতে পারে জামা
বৃষ রাশি
বৃষ রাশির একাদশ ঘরে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ। এই যোগের সম্পূর্ণ শুভ ফল পাবেন বৃষের জাতকরা। এই সময় থেকে দুর্দান্ত আয়বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার সামনে। সন্তান সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন। শেয়ার মার্কেটে বিনিয়োগ থেকে ভালো লাভ করতে পারবেন। ব্যবসায়ীদেরও এই সময় বুধাদিত্য রাজযোগের প্রভাবে বড় মুনাফা করার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা প্রোমোশন পেতে পারেন।