ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে (Bumrah Likely To Miss Series-Deciding Oval Test) সিরিজের নির্ণায়ক পঞ্চম টেস্টে খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ।
চোটপ্রবণ পিঠের ঝুঁকি এড়াতেই সিদ্ধান্ত (Bumrah Likely To Miss Series-Deciding Oval Test)
ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ধারণকারী পঞ্চম টেস্টে খেলবেন না বলেই সম্ভাবনা (Bumrah Likely To Miss Series-Deciding Oval Test)। ওভালে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। বিসিসিআই সূত্রে জানা গেছে, চোটপ্রবণ পিঠের কথা মাথায় রেখেই বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন তরুণ পেসার আকাশ দীপ। বুমরাহ সিরিজের প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলেছিলেন। দ্বিতীয় টেস্টে, যা হয়েছিল এজবাস্টনে, তিনি বিশ্রামে ছিলেন। সিরিজ শুরুর আগেই বিসিসিআই জানিয়েছিল, বুমরাহ পাঁচটি ম্যাচের সবগুলো খেলবেন না। ESPNCricinfo-র প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই-এর মেডিকেল টিম বুমরাহকে জানিয়েছে যে, দীর্ঘমেয়াদী ভবিষ্যতের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোচ গম্ভীরের বক্তব্য (Bumrah Likely To Miss Series-Deciding Oval Test)
তবে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর আগেই জানিয়েছিলেন, শেষ টেস্টের কম্বিনেশন নিয়ে তখনও কোনও চূড়ান্ত আলোচনা হয়নি (Bumrah Likely To Miss Series-Deciding Oval Test)। তিনি বলেছিলেন, “আমরা এখনও শেষ টেস্টের কম্বিনেশন নিয়ে কথা বলিনি। বুমরাহ খেলবেন কিনা, সেই সিদ্ধান্তও নেওয়া হয়নি। তবে যে-ই খেলুক, দেশের হয়ে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে।”
ম্যানচেস্টারে ভারতের লড়াকু ড্র
চতুর্থ টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৬৯ রান তোলে ভারতের ৩৫৮ রানের জবাবে। ফলে তারা ৩১১ রানের বড় লিড নেয়। তবে ভারত লড়াই ছেড়ে দেয়নি। দ্বিতীয় ইনিংসে ০ রানে ২ উইকেট হারানোর পরও তারা ১৪৩ ওভার ব্যাট করে ম্যাচটি ড্র করে। অধিনায়ক শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজা দুর্দান্ত শতরান করেন।
বুমরাহর পরিসংখ্যান
চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে বুমরাহ ৩৩ ওভার বল করেন, যা তার টেস্ট কেরিয়ারে এক ইনিংসে সর্বোচ্চ। তিনি ১০৩ রান দিয়ে ২ উইকেট নেন। এটিই প্রথমবার, যখন তিনি একটি টেস্ট ইনিংসে ১০০-র বেশি রান দেন। সেই ম্যাচে তার বোলিংয়ের গতি কিছুটা কম ছিল। হেডিংলিতে ১৪০ কিমি প্রতি ঘণ্টার বেশি গতির বল ছিল ৪২.৭ শতাংশ, লর্ডসে কমে দাঁড়ায় ২২.৩ শতাংশ, আর ওল্ড ট্র্যাফোর্ডে মাত্র ০.৫ শতাংশ।
আরও পড়ুন: Yuvraj Singh Blazing Post: ওল্ড ট্র্যাফোর্ডে ঐতিহাসিক ড্র! ভারতীয় দলের প্রসংসা যুবরাজের
সিরিজে শীর্ষ উইকেটশিকারি হলেও বিশ্রামে বুমরাহ
যদিও ধারাবাহিকভাবে গতি ও কার্যকারিতায় কিছুটা ভাটা দেখা গেছে, তবুও বুমরাহ এই সিরিজে ভারতের পক্ষে মহম্মদ সিরাজের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ ১৪টি উইকেট নিয়েছেন। তবু দেশের অন্যতম সেরা পেসারকে নিয়ে দল এখনই ঝুঁকি নিতে চাইছে না। শেষ টেস্টে ভারতের জয়ের লক্ষ্যে তরুণ পেসার আকাশ দীপের কাঁধেই থাকতে পারে বড় দায়িত্ব।