Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০০৯ সালের পর আবার ভারতে বসতে চলেছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর। ১৭ বছর পরে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ভারতের (BWF)।
ভারতে মেগা ইভেন্ট (BWF)
চলতি বছরে প্যারিসে বসেছিল ব্যাডমিন্টনের সর্বোচ্চ টুর্নামেন্ট। তবে এবার ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো সংস্থা। পরের মরশুমে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে ভারতে। প্যারিসে সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন বিডাব্লুএফ প্রেসিডেন্ট খুনিয়িং পাতামা লিস্বাদত্রাকুল এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি সঞ্জয় মিশ্র। তখনই আগামী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর ভারতে বসার কথা ঘোষণা করা হয় (BWF)।
আগামী বছর ভারতকে আয়োজক দেশ হিসেবে বেছে নেওয়ায় কার্যত খুশি ক্রীড়ামহল সহ সকল ক্রীড়া ভক্তরা। আয়জক শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে দিল্লি শহরকে। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি সঞ্জয় মিশ্র বলেন ভারতের দায়িত্ব পাওয়ার বিষয়ে জানিয়েছেন ‘আমরা আশ্বস্ত করছি, ভারত এই টুর্নামেন্টের আয়োজনে কোনও খামতি রাখবে না। প্যারিসে যেভাবে নিপুণ দক্ষতা ও বর্ণাঢ্য ভাবে আয়োজিত হয়েছে এই মেগা ইভেন্ট, সেই ধারা বহন করবে ভারতও।’ দিল্লিতে ব্যাডমিন্টন তারকাদের স্বাগত জানানোর জন্য যে ভারত প্রস্তুত সে কোথাও তিনি তার বক্তব্যে জানিয়েছেন (BWF)।

আরও পড়ুন : Ankush-Koushani: বিদেশের মাটিতে রোমান্স, প্রেম করছেন অঙ্কুশ-কৌশানি?
চলতি বছরে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মোট ১৫টি পদক জিতেছে ভারত যার মধ্যে পাঁচটি পদক পিভি সিন্ধুর নাম। তাছাড়াও পদক জিতেছেন সাত্ত্বিক-চিরাগের জুটি। এই পদক জয়ের মধ্যে দিয়ে ২০১১ সাল থেকে প্রতিটা এডিশনেই মেডেল জেতার ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে ভারত।
তালিকায় রয়েছে সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্ত, সাই প্রণীত, লক্ষ্য সেন ও এইচএস প্রণয়ের নামও। মেয়েদের ডাবলসে পদক জিতেছিলেন জ্বালা গুট্টা ও অশ্বিনী পোনাপ্পা। ২০২৬ সালে ঘরের মাঠে কতটা সফল হতে পারেন ভারতীয় শাটলাররা এখন সেটা সময়ের অপেক্ষা (BWF)।