ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ১৯ জুন পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (Bye Election 2025) অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জ কেন্দ্র। নির্বাচন কমিশন সম্প্রতি এই তারিখ ঘোষণা করেছে। একই সঙ্গে গুজরাতের দুটি কেন্দ্র—কাদি ও বিসাবদর, কেরলের নিলম্বুর, এবং পঞ্জাবের লুধিয়ানা পশ্চিমেও ওই দিন ভোটগ্রহণ হবে। ভোটগণনা ২৩ জুন সোমবার করা হবে। এই পাঁচটি আসন উপনির্বাচনের জন্য খালি হয়েছে বিভিন্ন কারণে, যেমন নির্বাচিত বিধায়কের মৃত্যু বা পদত্যাগ।
শূন্যতা পূরণ (Bye Election 2025)
পশ্চিমবঙ্গের কালীগঞ্জ কেন্দ্রে এই উপনির্বাচনের আয়োজন করা হয়েছে তৃণমূল (Bye Election 2025) কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর কারণে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন নাসিরুদ্দিন, যিনি তাঁর রাজনৈতিক পরিচিতিতে ‘লাল’ নামে পরিচিত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর থেকে কালীগঞ্জ কেন্দ্র তিন মাস ধরে বিধায়কহীন ছিল, এবার সেই শূন্যতা পূরণ হবে উপনির্বাচনের মাধ্যমে।
কাদি কেন্দ্রে বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন (Bye Election 2025)
গুজরাতের কাদি কেন্দ্রে বিধায়কের মৃত্যুতে (Bye Election 2025) উপনির্বাচন হচ্ছে। করসনভাই পঞ্জাভাই সোলাঙ্কি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং গত ৪ ফেব্রুয়ারি মারা যান। তাঁর মৃত্যুর ফলে এই আসন শূন্য হয়। আর গুজরাতের বিসাবদর কেন্দ্রের বিধায়ক পদত্যাগ করায় সেখানে উপনির্বাচন হচ্ছে। এখানে ২০২৩ সালের ডিসেম্বর মাসে আম আদমি পার্টির নির্বাচিত বিধায়ক ভূপেন্দ্রভাই ভয়ানি পদত্যাগ করেন এবং পরবর্তীতে বিজেপিতে যোগ দেন। পদত্যাগের কারণে এই আসন অনেকদিন ধরে শূন্য ছিল।
অস্বাভাবিক মৃত্যুর কারণে উপনির্বাচন
কেরলের নিলম্বুর কেন্দ্রেও বিধায়ক পদ শূন্য হয়ে যায়। পিভি আনওয়ার, যিনি নির্দল বিধায়ক ছিলেন, চলতি বছরের শুরুতে তৃণমূলে যোগ দেন। এরপর তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, ফলে ওই আসনে উপনির্বাচন করা হচ্ছে। পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়েছে বিধায়ক গুরপ্রীত বস্সি গোগির অস্বাভাবিক মৃত্যুর কারণে। গত জানুয়ারি মাসে নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। পরিবারের বক্তব্য অনুযায়ী, গুরপ্রীত গুলি চালানোর সময় নিজের পিস্তল পরিষ্কার করছিলেন এবং অসাবধানতাবশত ট্রিগার ছোড়ায় গুলিবিদ্ধ হন।
রাজনৈতিক মহলে নানা প্রত্যাশা
এই পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে এবং তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রত্যাশা রয়েছে। উপনির্বাচনগুলোর ফল অনেকদিক থেকে গুরুত্ব বহন করছে, কারণ এগুলো বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন ঘটায়। বিশেষত, পশ্চিমবঙ্গ ও গুজরাতের মতো রাজ্যে, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র, এই উপনির্বাচনগুলি নতুন রাজনৈতিক গতিবিধির সূচনা হতে পারে। এছাড়াও, এই ভোটের মাধ্যমে সংশ্লিষ্ট দলগুলোর জনপ্রিয়তা ও জনমতের মূল্যায়ন হবে।
আরও পড়ুন: Mango Phirni: গরমের মধুর সঙ্গী, বাড়িতেই বানিয়ে ফেলুন রসালো আমের ফিরনি!
নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ
নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যাতে ভোটারদের সচেতন করা হয়েছে নির্বাচনী প্রক্রিয়ার ব্যাপারে। আগামী মাসের ভোটের প্রস্তুতি সম্পূর্ণরূপে শুরু হয়ে গেছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।