ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হুগলির শ্রীরামপুর স্টেশন লাগোয়া রেলের জমিতে আগামী ২১ মার্চ পর্যন্ত হকার উচ্ছেদের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Cal HC On Hawkers)। আগামী ১৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে হাওড়ার ডিআরএম-কে হকারদের সমস্ত নথি খতিয়ে দেখে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। দেশ জুড়ে সমস্ত রেলস্টেশনে এবং রেলস্টেশন লাগোয়া এলাকায় অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে উন্নয়ন শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
সেই কারণে শ্রীরামপুর রেল স্টেশন (Cal HC On Hawkers) লাগোয়া রেলের জমিতে জবরদখলকারী হকারদের উচ্ছেদের সিদ্ধান্ত নয়ে রেল কর্তৃপক্ষ। ২৭ ফেব্রুয়ারির মধ্যে হকারদের জায়গা খালি করে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে রেল। তারমধ্যে জমি ছেড়ে না দিলে বুলডোজার চালানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় রেলের পক্ষ থেকে। রেলের আচমকা এই বিজ্ঞপ্তিতে ওই জায়গায় ৫০ বছর ধরে ব্যবসা করা হকারদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারপরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হকাররা।
আরও পড়ুন: https://tribetv.in/panagarh-accident-case-news-update/
সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, ওই হকার ইউনিয়ন লাইসেন্স প্রাপ্ত কিনা। হকাররা ৫০ বছর ধরে ওই এলাকায় ব্যবসা করলেও তাদের লাইসেন্স কোথায়? সেই প্রশ্নের উত্তরে হকারদের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, লাইসেন্স না থাকলেও ওই হকাররা কেউ বহিরাগত নন (Cal HC On Hawkers)।
আরও পড়ুন: https://tribetv.in/app-cab-news-updates/
আরও পড়ুন: https://tribetv.in/kolkata-metro-rail/
সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি অমৃত সিনহা শেষবারের মতো রেল কর্তৃপক্ষকে একটি সুযোগ দিয়ে নির্দেশ দেন, ওই হকারদের সমস্ত নথি খতিয়ে দেখে শুনানি করে হাওড়া ডিআরএম-কে একটি রিপোর্ট আগামী ১৩ মার্চ পরবর্তী শুনানিতে জমা দিতে হবে আদালতে। আর আগামী ২১ মার্চ পর্যন্ত উচ্ছেদের উপরও স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অমৃতা সিনহা (Cal HC On Hawkers)।