Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কুণাল ঘোষকে বিদেশযাত্রার অনুমতি কলকাতা হাইকোর্টের। শর্তসাপেক্ষে কুণাল ঘোষকে (Kunal Ghosh) লন্ডন ও আয়ারল্যান্ড সফরের যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী অক্টোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে লন্ডন ও আয়ারল্যান্ড যাবেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সেই অনুমতির জন্য সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কুণাল ঘোষ।
বিদেশযাত্রায় কোনও বাধা নেই কুণালের (Kunal Ghosh)
সোমবার সিবিআই হাইকোর্টে একটি রিপোর্ট জমা দেয়। তাতে উল্লেখ করা হয়, কুণাল ঘোষ সবসময়ই নিয়ম মেনে ও সহযোগিতা করে চলেন। তাই সবদিক খতিয়ে দেখে বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদককে বিদেশ সফরের অনুমতি দেন। গতবারের মতো এবারও বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে তাঁর বিদেশ সফরে। কুণাল ঘোষকে (Kunal Ghosh) আদালতে ৫ লক্ষ টাকার বন্ড জমা রাখতে হবে। সেই অনুযায়ী তিনি আদালতে টাকা জমা রাখেন। বিদেশ সফর সেরে ফেরার পর আবার ওই টাকা ফেরত পাবেন।
আরও পড়ুন: Narendra Modi : ছাব্বিশের আগে বঙ্গে মোদির ম্যারাথন সভা, মোদি ম্যাজিকে হাল ফিরবে পদ্মের ?
উল্লেখ্য, ২০১৭ সালে সারদা চিটফান্ড মামলায় জামিন পান কুণাল ঘোষ। তবে জামিনের শর্ত অনুযায়ী, তাঁর পাসপোর্ট জমা ছিল সিবিআই-এর কাছে। ৬ বছর পর গত ২০২৩ সালে কুণাল প্রথমবার বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে সেই অনুমতি দেয়।
আরও পড়ুন: Chandranath Sinha : আদালতে আত্মসমর্পণ চন্দ্রনাথ সিনহার, পেলেন শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন
এরপর একাধিকবার বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি (Kunal Ghosh)। চলতি বছরের গত ২১-৩০ মার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডন সফরের জন্যও হাইকোর্টের অনুমতি চান তিনি। সেবারও তাঁকে শর্তসাপেক্ষে অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। সেই বিদেশ যাত্রার অনুমতি দেওয়ার সময় আদালত যে শর্ত আরোপ করেছিল এবারও সেই শর্তগুলোই বলবৎ থাকবে বলে জানিয়েছে হাইকোর্ট।