ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তিতে ঘরছাড়া অসহায় মানুষদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যেতে স্বেচ্ছাসেবী সংগঠনকে শর্তসাপেক্ষে অনুমতি বিচারপতি অমৃতা সিনহার (Calcutta HC)। আগামী ৫ মে মামলার শুনানির সম্ভাবনা।
হাইকোর্টের দ্বারস্থ সেচ্ছাসেবী সংগঠন (Calcutta HC)
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় গত কয়েকদিন ধরেই মুর্শিদাবাদে ধুলিয়ান, সুতি, শামসেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় চলছে অশান্তি। মহিলা সহ বহু পরিবার ঘরছাড়া। ইতিমধ্যেই বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। এই পরিস্থিতিতে ঘরছাড়া অসহায় পরিবারদের মুখে খাবার তুলে দেওয়া এবং ওষুধ পৌঁছে দিতে ক্যাম্প করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta HC) দ্বারস্থ হয়েছিল ‘খোলা হাওয়া’ নামে এক সেচ্ছাসেবী সংগঠন। তাদের অভিযোগ, সেখানে তাদের ক্যাম্প করার অনুমতি দিচ্ছেন না জেলাশাসক।
গত বুধবার প্রথমে তারা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিষয়টি মেনশন করলে বিচারপতি ঘোষ তাদের আবেদনটি পাঠিয়ে দেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কারণ, জেলাশাসকের অনুমতি সংক্রান্ত বিষয়ের মামলা শোনেন বিচারপতি অমৃতা সিনহা। ওই স্বেচ্ছাসেবী সংগঠন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিষয়টি মেনশন করেন। তারা আদালতকে দান জানায় সেখানে তারা ছোট ছোট ক্যাম্প করে অসহায় মানুষদের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দিতে চায়। অন্যান্যদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হলেও তাদের সেখানে গিয়ে ক্যাম্প করার অনুমতি দিচ্ছেন না জেলা শাসক।
শর্তসাপেক্ষে ত্রাণ নিয়ে যাওয়ার অনুমতি (Calcutta HC)
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা ওই স্বেচ্ছাসেবী সংগঠনকে শর্তসাপেক্ষে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া অনুমতি দিয়েছেন। আগামী শনিবার থেকে তারা সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারবে। তবে আদালত (Calcutta HC) বেশ কিছু শর্ত দিয়েছে। উপদ্রুত এলাকায় ত্রাণ নিয়ে দলে ৩ জনের বেশি কেউ যেতে পারবেন না। গোটা বিষয়টা আগে থেকে জেলা শাসককে জানাতে হবে। ক্যাম্প থেকে কোনও উষ্কানিমূলক ও ঘৃণ্য বক্তব্য রাখা যাবে না।
আরও পড়ুন : Weather Report: আবারও ঘনাচ্ছে মেঘ, দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা জারি!
মামলাকারীর আইনজীবীর দাবি
এদিন শুনানিতে মামলাকারীর আইনজীবী বলেন, ‘মহিলা-শিশুদের খাবার, ত্রিপল, ওষুধ ইত্যাদি দেওয়া হবে। জেলাশাসক অনুমতি দেননি। ডিজি বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও আমাদের ত্রাণ নিয়ে যেতে দেওয়া হচ্ছে না।’ সেই শুনে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘সরকারের বাইরে কোথাও স্বেচ্ছাসেবী সংগঠন যদি দান সামগ্রী নিয়ে যেতে চায় তাহলে আপনাদের কিসের আপত্তি? কিসের আইন-শৃঙ্খলার সমস্যা হবে? সেখানে তো বিএসএফ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে!’
আরও পড়ুন : Kolkata Women: এ শহরের নারী এখন কেবল প্রতিবাদের মুখ নয়, তিনি নিজেই নিজের বিপ্লব
রাজ্যের আইনজীবীর যুক্তি
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) রাজনৈতিক সংযোগের যুক্তি দেখিয়ে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রাণ সামগ্রী নিয়ে যাওয়ায় চরম বিরোধিতা করেন। তিনি আদালতে বলেন, ‘সংগঠনের নাম ‘খোলা হওয়া’ হতে পারে। কিন্তু তার ভিতরে অনেক বন্ধ ব্যাপার-স্যাপার আছে। এই সংগঠনের যিনি সভাপতি তিনি তারকেশ্বরে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন। রাজ্য আক্রান্ত ও ঘরছাড়াদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। তাদের জন্য সবরকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই মুহূর্তে নতুন করে কোনও সাহায্যের আর প্রয়োজন নেই। তারপরও আদালত যদি চায় তাহলে ত্রাণ সামগ্রী জেলাশাসকের হাতে তুলে দিক।’
সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি অমৃতা সিনহা শর্তসাপেক্ষে ওই স্বেচ্ছাসেবী সংগঠনকে উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী বন্টনের অনুমতি দিয়েছেন।