ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : এসএসসি (SSC) চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে এত কেন দেরি? আদালত অবমাননা মামলায় রাজ্যের ও পর্ষদের থেকে সেই জবাব চাইল হাইকোর্ট (Calcutta HC)। কেন চিহ্নিত অযোগ্যদের এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? সিবিআই-এর উদ্দেশ্যে প্রশ্ন আদালতের। আগামী বুধবার পরবর্তী শুনানিতে এই সমস্ত প্রশ্নের উত্তর মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এবং সিবিআই-কে আদালতের কাছে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের।
চাকরি বাতিল মামলায় সুপ্রিম নির্দেশ কার্যকরে দেরি কেন? (Calcutta HC)
২০১৬ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ রা এপ্রিল সুপ্রিম কোর্ট ২৫,৭৫২ জনের চাকরি বাতিলের নির্দেশ-সহ আরও যে সমস্ত নির্দেশ দিয়েছিল, সেগুলো কেন এতদিনেও কার্যকর করা হয়নি? এবার সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta HC)। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে কেন এত দেরি হচ্ছে, তা একদিনের মধ্যে আদালতে জানাতে হবে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসিকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের। জবাব দেওয়ার জন্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী আদালতের কাছে আরও কিছুদিন সময় চেয়েছিলেন। কিন্তু আদালত পরিষ্কার জানিয়ে দেয়, একদিনের মধ্যেই আদালতে জবাব দিতে হবে। আগামী বুধবার আবারও এই মামলার শুনানি। ওইদিন আদালতে জবাব দিতে হবে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকে। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চেই প্রথমে 26 হাজারের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরে সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য, পর্ষদ এবং কমিশন।
বেতন তালিকায় এখনও অযোগ্যদের নাম? (Calcutta HC)
২০১৬ এসএসসি দুর্নীতি মামলা গত ৩ রা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ২৬ হাজারের গোটা প্যানেল বাতিল করার পাশাপাশি কলকাতা হাইকোর্টের (Calcutta HC) নির্দেশ মত চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। অভিযোগ বেতন তালিকায় এখনো সেই অযোগ্যদের নাম রয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্ট ওএমআর শিট প্রকাশেরও নির্দেশ দিয়েছিল। এই সমস্ত নির্দেশ এখনো কার্যকর না হওয়ায় কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা হয়। সোমবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চে।
আরও পড়ুন : Governor hospitalized: অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
আদালতের পর্যবেক্ষণ
সোমবার মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক পর্ষদ ও কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘অযোগ্যরা এখনও বেতন পেলে সমস্যা হবে।’ আদালতের পর্যবেক্ষণ, এসএসসি চাকরি বাতিলের মামলায় এই ডিভিশন বেঞ্চের যে সমস্ত নির্দেশ সুপ্রিম কোর্ট পরিবর্তন করেছিল তাতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। কিন্তু বাকি যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলো কেন এখনও পর্যন্ত কার্যকর করা হয়নি? সেই প্রশ্ন এদিন তোলে ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন : CPM Brigade 2025: কী বক্তব্য রাখলেন মেহনতি মানুষের ব্রিগেডের ছয় বক্তা?
প্রশ্নের মুখে সিবিআই
সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না করা নিয়ে সোমবার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও (CBI)। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, চিহ্নিত অযোগ্যদের হেফাজতে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই নির্দেশ বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও পর্যন্ত কেন চিহ্নিত অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই? কী করে তাঁরা চাকরি পেয়েছিলেন? কাদের কত টাকা ঘুষ দিয়েছিলেন? আগামী বুধবারের শুনানিতে সেই প্রশ্নের উত্তরও সিবিআইয়ের থেকে চেয়েছে হাইকোর্ট।