ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্দেশখালিতে (Sandeshkhali News) তৃণমূল নেতা সহ তিন জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আনা মহিলার বাড়িতে ২৪ ঘণ্টা দুই কনস্টেবল দিয়ে সশস্ত্র পুলিশি নিরাপত্তার দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী সোমবারের মধ্যে পুলিশকে আদালতে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা করতে হবে। এবং ৪ দিনের মধ্যে অভিযুক্তদের গ্ৰেফতার করতে হবে। সোমবার মামলার পরবর্তী শুনানি।
বুধবার শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, ঘটনায় তদন্ত অনেকটা এগিয়েছে। চার্জশিট দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। নির্যাতিতা মহিলার অভিযোগ, অভিযুক্তরা তাঁকে মামলা তুলে নেওয়া ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। অথচ পুলিশ কোনও পদক্ষেপ করছে না। অভিযুক্তরা এখনও অধরা। এর পরেই পুলিশের থেকে তদন্তের অগ্ৰগতি রিপোর্ট চায় আদালত। সেইসঙ্গে ওই মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করতে তাঁর বাড়ির বাইরে (Sandeshkhali News) পুলিশ প্রহরার নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত।
আরও পড়ুন: https://tribetv.in/calcutta-high-court-giving-permission-suvendu-adhikari/
বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন, ‘গত মে মাসে ঘটনা ঘটেছে। এখনও কাউকে গ্রেফতার কেন করা হয়নি? তিনি একজন গণধর্ষণের শিকার। এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি। অভিযুক্তরা তাঁকে প্রাণে মারার হুমকি দিচ্ছে।’ এরপরই চার্জশিট তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। পুলিশকে সোমবার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার এবং অভিযুক্তদের ৪ দিনের মধ্যে গ্ৰেফতারের নির্দেশ দেন (Sandeshkhali News) ।
এই সময়ের মধ্যে নির্যাতিতার বাড়িতে দুই কনস্টেবল দিয়ে সশস্ত্র পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দেন বিচারপতি। পরবর্তী শুনানি পর্যন্ত এই নিরাপত্তা বহাল থাকবে। পরবর্তী শুনানি সোমবার (Sandeshkhali News) ।
উল্লেখ্য, তৃণমূল নেতা ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দেশখালির (Sandeshkhali News) এক মহিলা। অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক, সৈকত দাস ওরফে পিকাই সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ।
আরও পড়ুন: https://tribetv.in/tmc-councilor-murder-case-murdered-by-another-leader/
গত বছর মে মাসে সেখানকার তৃণমূল নেতা ও তাঁর দলবল মিলে মাথায় বন্দুক ঠেকিয়ে ওই মহিলাকে ধর্ষণ করেন। মহিলার অভিযোগ, পুলিশে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। এফআইআর দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। অভিযোগ তুলে নেওয়ার জন্য প্রতিদিন তাঁকে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। তাই সোমবারই আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মহিলা। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত (Sandeshkhali News) ।