ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষকদের আন্দোলনের জন্য স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (SSC Teachers Protest)। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। তবে, দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল হাইকোর্ট।
চাকরিহারাদের বিক্ষোভে ব্যাহত স্বাভাবিক জনজীবন (SSC Teachers Protest)
এসএসসি-তে চাকরি হারানো যোগ্য শিক্ষক-শিক্ষিকারা গত ১৩ দিন ধরে বিকাশ ভবনের সামনে যে আন্দোলন, অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন, তাতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। এই অভিযোগে দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিধান নগরের করুণাময়ীর এক বাসিন্দা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতির সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ (SSC Teachers Protest)।
আরও পড়ুন : Calcutta High Court :পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারাদের একাংশ
দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে (SSC Teachers Protest)
তবে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট (SSC Teachers Protest)। মামলাকারীর দাবি, প্রতিদিনই শিক্ষকদের এই আন্দোলনকে ঘিরে নতুন নতুন ঘটনা ঘটছে। মাঝে মাঝেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। পুলিশি নিষ্ক্রিয়তার কারণে সাধারণ মানুষ চরম অসুবিধায় পড়ছে। সেই কারণেই দ্রুত শুনানির আর্জি জানান মামলাকারী। তবে বিচারপতি সৌমেন সেন দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন।
বিচারপতির পর্যবেক্ষণ
বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ, ‘কলকাতা হাইকোর্টে ৭০০এর বেশি জনস্বার্থ মামলা বিচারাধীন রয়েছে। যার মধ্যে ৮০ শতাংশের সঙ্গে কোনও জনস্বার্থ জড়িত নেই। বহু মামলাই প্রচারকেন্দ্রিক মামলা।’