ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির(Calcutta High Court) জন্য এবারে ভারত বাংলাদেশের যৌথ ভাবে হচ্ছে না ভাষা দিবস উদযাপন। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান আলাদাভাবে ভাষা দিবস উদযাপনের কর্মসূচি নিয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুল কলেজে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। এবার এক অভিনব সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি জানিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) উপলক্ষে কলকাতা হাইকোর্ট দিনভর বাংলায় শুনানি চলবে।
আইনজীবীদের বাংলায় সওয়াল (Calcutta High Court)
২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে কলকাতা আদালতে(Calcutta High Court) শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে একটু অন্যভাবেই। বিচারপতি বসুর এজলাস সূত্রে জানা গিয়েছে, ভাষা দিবস উপলক্ষে শুক্রবার হাইকোর্টের ১৯ নম্বর কক্ষের ওই এজলাসে সারাদিনে যত মামলা উঠবে, সবগুলিই বাংলাতেই শুনানি হবে। এভাবেই মাতৃ ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে চাইছেন বিচারপতি। সেই সঙ্গে তাঁর ইচ্ছা, আইনজীবীরা ওই একটি দিন অন্তত বাংলায় সওয়াল করুন। আদালত সূত্রে জানা গিয়েছে সেজন্য বিচারপতি বসু ওইদিন তাঁর এজলাসে সমস্ত আইনজীবীকে বাংলায় সওয়াল করতে বলবেন।
হাইকোর্টে শুনানির কাজ হয় ইংরেজিতে (Calcutta High Court)
সাধারণত কলকাতা হাই কোর্টে(Calcutta High Court) শুনানির কাজ হয় ইংরেজিতে। ইংরেজিতেই কথা বলতে হয় আইনজীবীদের। কিন্তু এখন দেশের বেশ কিছু হাইকোর্টের আইনজীবীদের ইংরেজির পাশাপাশি হিন্দিতেও সওয়াল করতে দেখা যাচ্ছে। তবে কলকাতা হাইকোর্ট এ ক্ষেত্রে একটু স্বতন্ত্র।সাধারণ এখানে ইংরেজিতে সওয়াল জবাব হয়ে থাকে। শুধুমাত্র সাধারণের বোঝার সুবিধার্থে বেশ কিছু নির্দেশনামা বাংলাতেও তর্জমা করে দেওয়া হয়। এমনকি সুপ্রিম কোর্টের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার নির্দেশনামাও বাংলা-সহ অন্যান্য আঞ্চলিক ভাষায় প্রকাশিত হয়।
আরও পড়ুন: International Mother Language Day: সমগ্র বাঙালি জাতির ‘অমর একুশে’, কী ২১ ফেব্রুয়ারির ইতিহাস?
নির্দেশ ও রায় ইংরেজিতে
হাইকোর্টের(Calcutta High Court) অনেক আইনজীবীই বাংলা বলতে পারেন না। সে ক্ষেত্রে কী করে বাংলায় শুনানি হওয়া সম্ভব সে বিষয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার সওয়াল-জবাব বাংলায় দেওয়া হলেও নির্দেশ ও রায় দেওয়া হবে ইংরেজিতে। আদালতের ব্যাখ্যা অনুযায়ী, বাংলায় কথা বলা বাধ্যতামূলক নয়। সেই সুবাদে যে সব আইনজীবী বাংলা বোঝেন না বা বলতে পারেন না, তাঁরা চাইলে ইংরেজিতে সওয়াল করতে পারবেন। সেক্ষেত্রে কোনো বাধ্য বাধকতা নেই বলছে আদালত।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বাংলা
এর আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে টানা এক সপ্তাহ ধরে একাধিক গুরুত্বপূর্ণ মামলার বাংলায় শুনানি হয়েছিল। এ বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সে সময় বলেছিলেন, তাঁর এজলাসে আসা অনেকেই ইংরেজি জানেন না। ফলে আদালতে কী হচ্ছে অনেকে তা বুঝতে পারেন না। সেজন্য বাংলা ভাষাতেই মামলার শুনানি হতো। এবার তাঁরই ছায়া দেখা গেল বিচারপতি বিশ্বজিৎ বসুর মধ্যে।