Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘দ্য বেঙ্গল ফাইলস’ চলচ্চিত্র নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না (Calcutta High Court)। এবার এই চলচ্চিত্র নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা প্রয়োজনীয় তথ্যের অভাবে খারিজ হয়ে গেল। ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠার নাতি শান্তনু মুখোপাধ্যায়ের দায়ের করা মামলা সোমবার খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
গোপাল পাঁঠাকে ভূলভাবে তুলে ধরা হয়েছে (Calcutta High Court)
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমায় স্বাধীনতা সংগ্ৰামী গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠাকে ভূলভাবে তুলে ধরা হয়েছে (Calcutta High Court)। সিনেমায় তাঁর দাদুর চিত্রায়ন যেভাবে করা হয়েছে, তাতে ভুল বার্তা দেওয়া হয়েছে। এবং তার সর্বৈব মিথ্যে, এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গোপাল পাঁঠার নাতি শান্তনু মুখোপাধ্যায়। বিবেক অগ্নিহোত্রীর মতো পরিচাঊ কীভাবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর সদস্য থাকতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন শান্তনু।
ফিল্ম সেন্সর বোর্ডে আরটিআই (Calcutta High Court)
সোমবার শুনানিতে শান্তনু মুখোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানান, ১২ আগস্ট ফিল্ম সেন্সর বোর্ডে এই নিয়ে তিনি আরটিআই করেছিলেন (Calcutta High Court)। কিন্তু তার কোনও উত্তর পাননি। এবং বউবাজার থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। তখন কেন্দ্রের আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন, কোনও তথ্য হাতে না থাকায় কীকরে মামলাকারী মামলা দায়ের করলেন!

আরও পড়ুন : Nepal Gen Z Protest : রণক্ষেত্র নেপাল,পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত ৯, আহত ৪০-এর বেশি
বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ (Calcutta High Court)
এদিন শুনানিতে মামলাকারীর বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, এই মামলায় প্রয়োজনীয় নথি না থাকায় কোনও সারবত্তা নেই। মামলাকারী তথ্যের জন্য আরটিআই করেছিলেন (Calcutta High Court)। কিন্তু তার উত্তর না আসায়, তথ্য সম্পর্কে অবহিত হওয়া সম্ভব হয়নি। তারপরই তথ্যের অভাবে গোপাল পাঁঠার নাতি শান্তনু মুখোপাধ্যায়ের তথ্যের অধিকার আইনের ভিত্তিতে করা মামলাটি খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি সিনহা স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের আবেদন হাইকোর্টের আওতায় পড়ে না। তবে মামলাকারী চাইলে সংশ্লিষ্ট ফোরামে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন : Nepal Gen Z Protest : নেপালে চালু রয়েছে চিনা অ্যাপ টিকটক, উইটক! কিন্তু কেন বন্ধ ইউটিউব-ফেসবুক ?
হাইকোর্টের দ্বারস্থ শান্তনু মুখোপাধ্যায় (Calcutta High Court)
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমায় স্বাধীনতা সংগ্ৰামী গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠাকে ভূলভাবে তুলে ধরা হয়েছে। সিনেমায় তাঁর দাদুর চিত্রায়ন যেভাবে করা হয়েছে, তাতে ভুল বার্তা দেওয়া হয়েছে। এবং তার সর্বৈব মিথ্যে, এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গোপাল পাঁঠার নাতি শান্তনু মুখোপাধ্যায়। বিবেক অগ্নিহোত্রীর মতো পরিচাঊ কীভাবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর সদস্য থাকতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন শান্তনু।