ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বিহারে পাচার হয়ে যাওয়া ভোলা,সুমন ও বাসন্তীকে রাজ্যে ফিরিয়ে আনতে রাজ্যকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। প্রয়োজনে রাজ্যকে বিহার সরকারের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দিয়েছে আলাদা।
বিহারে নিখোঁজ বাংলার ৩ হাতি (Calcutta High Court)
তিন নিখোঁজকে খুঁজে রাজ্যে ফিরিয়ে আনতে রাজ্যকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। তবে এই তিনজন কোনও মানুষ নয়, হাতি! কয়েক বছর আগে ভোলা, বাসন্তী এবং সুমন নামে তিনটি হাতিকে বাংলা থেকে বিহারে বেআইনিভাবে পাচারের অভিযোগে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, অর্থের বিনিময়ে ২৪টি হাতিকে বাংলা থেকে বিহারে পাচার করা হয়েছে। তার মধ্যে ভোলা, সুমন এবং বাসন্তী নামে এই তিনটি হাতিকে চিহ্নিত করা গিয়েছে।
আরও পড়ুন : Kolkata Metro Rail: কলকাতা মেট্রোয় ‘অ্যালার্ম বিভ্রাট’, যাত্রীরা হতচকিত, ব্যাহত পরিষেবা!
বিহারে হাতি পাচারের অভিযোগ (Calcutta High Court)
উল্লেখ্য, ভোলা, সুমন এবং বাসন্তী- এই তিনটি হাতির মালিক ছিল নটরাজ সার্কাস। অভিযোগ ২০১৭ সালে এক উপহার পত্রের মাধ্যমে হাতিগুলোকে বিহারের গোপালগঞ্জ জেলার এক আশ্রমে পাঠিয়ে দেয় সার্কাস কতৃপক্ষ। সার্কাসে পশু-পাখি নিষিদ্ধ হওয়ার পর, সার্কাস কর্তৃপক্ষ তাদের ভরণপোষণের খরচ বহন করতে পারছিল না। তাই হাতিগুলোকে অর্থের বিনিময়ে বিহারে পাচার করে দেওয়ার অভিযোগ ওঠে সার্কাস কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাই নিয়ে অনেক জলঘোলাও হয় এবং কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হয়।
আরও পড়ুন : Weather Update: রথের দিনও বৃষ্টিতে ভাসবে এইসব জেলা, তোলপাড় করা পূর্বাভাস হাওয়া অফিসের
ভোলা, সুমন,বাসন্তীকে রাজ্যে ফেরানোর নির্দেশ হাইকোর্টের
বুধবার সেই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রবি কিশান কাপুর এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সব পক্ষের বক্তব্য শুনে আদালত হাতিগুলোকে যেভাবেই হোক রাজ্যে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে বনদফতরের প্রধানকে। রাজ্য বনদফতরের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বিচারপতি বলেন, ‘হাতি পাচার আটকাতে গা-ছাড়া ভাব দিলে চলবে না। জীব-জন্তুদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য।’ এরপরই বিচারপতি নির্দেশ দেন, যেভাবেই হোক হাতি গুলোকে খুঁজে বার করতে হবে। প্রয়োজনে বিহারের সরকারের সঙ্গে যোগাযোগ করে হাতিগুলোকে রাজ্যে ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছে আদালত।