ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্দেশখালিতে মহিলাকে গণধর্ষণের মামলায় এবার সিট গঠন করে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এক মাসের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট বসিরহাটের এসিজেএম আদালতে জমা দিতে হবে। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সন্দেশখালিতে তৃণমূল নেতা সহ তিন জনের বিরুদ্ধে গণধর্ষণের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা মহিলা (Sandeshkhali News)।
বুধবার সেই মামলার শুনানিতে পুলিশের তদন্ত এবং ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালি (Sandeshkhali News) থানার তদন্তে মোটেও খুশি নয় আদালত। তাই গোটা ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। লালবাজারের হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হবে সিট। এছাড়া সিটে সদস্য হিসেবে থাকবেন আইপিএস রাহুল মিশ্র, বাদুরিয়া-বসিরহাট পুলিশ জেলার এসডিপিও। তদন্তের অগ্রগতি রিপোর্ট একমাস পর বসিরহাট এসিজেএম আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন:https://tribetv.in/tmc-news-about-controversy-over-road-inauguration/
উল্লেখ্য, গত বছরের মে মাসে তৃণমূল নেতা ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে গণধর্ষণের (Sandeshkhali News) অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দেশখালির এক মহিলা। অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক, সৈকত দাস ওরফে পিকাই সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ। গত বছর মে মাসে সেখানকার তৃণমূল নেতা ও তাঁর দলবল মিলে মাথায় বন্দুক ঠেকিয়ে ওই মহিলাকে ধর্ষণ করেন। মহিলার অভিযোগ, পুলিশে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি।
এফআইআর দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ (Sandeshkhali News)। অভিযোগ তুলে নেওয়ার জন্য প্রতিদিন তাঁকে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। সেই কারণে গত শুনানিতে হাইকোর্ট ওই নির্যাতিতার নিরাপত্তার স্বার্থে ২৪ ঘণ্টা দু’জন সশস্ত্র পুলিশ কনস্টেবল রাখার নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন:https://tribetv.in/cal-hc-pharmacy-council-ordered-over-state-council-vote/
গত শুনানিতেই পুলিশের থেকে তদন্তের অগ্রগতি রিপোর্ট চেয়েছিল আদালত (Sandeshkhali News)। কিন্তু পুলিশের এই তদন্ত রিপোর্ট দেখে মোটেও খুশি হতে পারেনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ। এখনও পর্যন্ত কোনও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় পুলিশের উপর চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। সেই কারণেই এবার সিট গঠন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Sandeshkhali News)।