Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদনের চূড়ান্ত শুনানি সোমবার শেষ হল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। তবে বিচারপতি শুভ্রা ঘোষ আপাতত রায়দান স্থগিত রেখেছেন। ফলে কবে রায় ঘোষণা হবে, তা স্পষ্ট নয়। এই মামলাতেই যদি জামিন পান পার্থ, তবে দীর্ঘ আড়াই বছর জেলবন্দি থাকার পর মুক্তির সম্ভাবনা তৈরি হবে তাঁর।
আগের মামলাগুলিতে জামিন (Calcutta High Court)
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি ও সিবিআই-এর একাধিক মামলা চলমান(Calcutta High Court)। ইডির মামলায় তিনি আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলাতেও চলতি সেপ্টেম্বরের শুরুতে আলিপুরের সিবিআই বিশেষ আদালত তাঁকে ৭০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। সুতরাং বর্তমানে একমাত্র প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলাতেই তিনি আটক রয়েছেন।
গ্রেফতার থেকে চার্জশিট (Calcutta High Court)
২০২২ সালে নিয়োগ দুর্নীতির অভিযোগে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি(Calcutta High Court)। তারপর থেকেই তিনি জেলে বন্দি। গত বছরের ২৭ ডিসেম্বর প্রাথমিকে নিয়োগ মামলায় সিবিআই চার্জশিট জমা দেয়। সেই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও অয়ন শীল ও সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম ছিল। এই মামলায় রাজসাক্ষী হন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। তাঁর নাম পরে অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হয়। ইতিমধ্যেই মামলার অন্যান্য বেশ কয়েকজন অভিযুক্ত জামিন পেয়েছেন।

আরও পড়ুন : IND VS PAK Asia Cup : পাক দলের সঙ্গে ম্যাচ খেললেও হাত মেলানো এড়িয়ে গেলেন সূর্যকুমার-শিবম দুবেরা
আদালতে দুই পক্ষের সওয়াল (Calcutta High Court)
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা বারবার প্রশ্ন তুলেছেন – যখন একই মামলায় অন্যরা জামিন পাচ্ছেন, তখন তাঁকেই কেন বন্দি রাখা হচ্ছে? তাঁদের দাবি, মন্ত্রিত্ব হারানোর পর পার্থ আর প্রভাবশালী নন। ফলে তদন্ত প্রভাবিত করার আশঙ্কা নেই।
অন্যদিকে সিবিআই আদালতে যুক্তি দেয়, পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির ‘মূল মাথা’(Calcutta High Court)। মন্ত্রীত্ব না থাকলেও তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব অস্বীকার করা যায় না। তাই তাঁকে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে।
আরও পড়ুন : Supreme Court On SIR : বেআইনি কর্মকাণ্ড ধরা পড়লে গোটা প্রক্রিয়াই বাতিল, SIR নিয়ে সতর্ক করলো শীর্ষ আদালত
রায় স্থগিত, নজর হাইকোর্টে (Calcutta High Court)
সোমবার হাইকোর্টে চূড়ান্ত শুনানি শেষ হলেও বিচারপতি শুভ্রা ঘোষ রায়দান স্থগিত রেখেছেন(Calcutta High Court)। ফলে এখনো পরিষ্কার নয়, কবে এই মামলার রায় ঘোষণা হবে। হাইকোর্ট যদি পার্থকে জামিন দেয়, তবে আড়াই বছরেরও বেশি সময় পর তিনি মুক্তি পাবেন। কিন্তু জামিন নামঞ্জুর হলে তাঁকে আরও জেলবন্দি থাকতে হবে।
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে প্রবল চর্চা শুরু হয়েছে। এই মামলার রায় কেবল প্রাক্তন শিক্ষামন্ত্রী নয়, রাজ্য রাজনীতির উপরও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এখন সবার নজর হাইকোর্টের রায়ের দিকে – প্রাক্তন শিক্ষামন্ত্রী কি মুক্তি পাবেন, নাকি জেলেই কাটাতে হবে আরও দিন?