ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বসিরহাট কেন্দ্রের ইলেকশন পিটিশন মামলায় রাজ্য পার্টি না থাকা সত্বেও স্বতঃপ্রণোদিতভাবে আদালতে লিখিত রিপোর্ট রিটার্নিং অফিসারের। রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। ভুল স্বীকার করে ওই রিপোর্ট প্রত্যাহার করার কথা জানিয়েছে রাজ্য।
ওই রিটার্নিং অফিসারের থেকে লিখিত জবাবদিহী তলব বিচারপতি কৃষ্ণা রাওয়ের। ইলেকশন কমিশনের অধীনস্থ হয়েও কী করে একজন রিটার্নিং অফিসার রাজ্যের হয়ে রিপোর্ট দেয় সেই নিয়ে প্রশ্ন মামলাকারীর আইনজীবীর। ওঠে পক্ষপাতীত্বের অভিযোগও। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বসিরহাট কেন্দ্রের উপনির্বাচন আটকে থাকবে। এবং ওই কেন্দ্রে বিজেপি প্রার্থীকে আদালত জয়ী ঘোষণা করবে বলে দাবি বিজেপি প্রার্থীর আইনজীবীর। মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ জানুয়ারি।
গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন বসিরহাট কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র। বৃহস্পতিবার সেই ইলেকশন পিটিশন নিয়ে একটি স্বতঃপ্রণোদিত লিখিত রিপোর্ট আদালতে জমা দেন ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার। এই ইলেকশন পিটিশনে রাজ্য পার্টি না হওয়া সত্বেও একজন রিটার্নিং অফিসার, যিনি সেই সময় নির্বাচন কমিশনের অধীনস্থ ছিলেন, কী করে স্বতঃপ্রণোদিত লিখিত রিপোর্ট জমা দিলেন সেই নিয়ে প্রশ্ন তোলেন রেখা পাত্রের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য।
বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের কাছে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। রেখা পাত্রের আইনজীবী আদালতে দাবি করেন, একজন রিটার্নিং অফিসারের স্বতঃপ্রণোদিত রিপোর্ট জমা দেওয়া থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে ওই রিটার্নিং অফিসার পক্ষপাতদুষ্ট। নির্বাচন কমিশনের অধীনস্থ হয়েও উনি রাজ্যের হয়ে স্বতঃপ্রণোদিতভাবে আদালতে রিপোর্ট দিতে পারেন না।
আরও পড়ুন: https://tribetv.in/bishnupur-awas-yojana-home-by-cm-mamata-banerjee/
কারণ এই মামলায় রাজ্য পার্টিই নয়। আদালতের ভর্ৎসনার মুখে পড়ে ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়ে নেয় রাজ্য। এবং রিটার্নিং অফিসারের ওই লিখিত রিপোর্টটি প্রত্যাহার করে নেওয়ার কোথাও আদালতে জানায় রাজ্য। এবং কেন রাজ্য পার্টি না হওয়া সত্ত্বেও স্বতঃপ্রণোদিত লিখিত রিপোর্ট আদালতে জমা দিলেন- তার কারণ দর্শিয়ে ওই রিটার্নিং অফিসারকে কাছ থেকে লিখিত জবাবও তলব করেছেন বিচারপতি কৃষ্ণা রাও।
রেখা পাত্রের আইনজীবী জানিয়েছেন, বসিরহাট কেন্দ্রের জয়ী তৃণমূল সাংসদ হাজী নুরুল প্রয়াত হয়েছেন সে কথাটাও পরবর্তী শুনানিতে আদালতে জানানো হবে। এবং তাঁরা আশাবাদী, বসিরহাট কেন্দ্রে বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্রকেই জয়ী হিসেবে ঘোষণা করবে আদালত। এবং যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন ওই কেন্দ্রের উপনির্বাচন স্থগিত থাকবে বলেও জানান তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ জানুয়ারি।