Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকা নিয়ে হওয়া মামলায় রাজ্যের কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সরকারের ভূমিকা ঠিক কতটা, তা স্পষ্ট করতে রাজ্যকে নির্দেশ বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের (Calcutta High Court)।
রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের (Calcutta High Court)
রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সরকারের ভূমিকা ঠিক কতটা, তা স্পষ্ট করতে রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের।কোন কোন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের মেয়াদ ফুরিয়েছে, যে প্রতিষ্ঠান গুলোতে ভিসি রয়েছেন, সেখানে কেন এখনও নির্বাচন হয়নি, কোন কোন প্রতিষ্ঠানে ভিসি নেই এবং নির্বাচনে রাজ্য সরকারের হস্তক্ষেপের সীমা কোথায়, তা আদালতে হলফনামা আকারে জানাতে হবে রাজ্যকে। মামলার পরবর্তী শুনানি ১৭ জুলাই।
রাজ্যের আইনজীবীর দাবি (Calcutta High Court)
এদিন শুনানিতে (Calcutta High Court) রাজ্যের আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বহু কলেজে বর্তমানে ছাত্র সংসদ আছে, অ্যান্টি-র্যাগিং কমিটিও গঠিত হয়েছে। তবে একাধিক প্রতিষ্ঠানে উপাচার্য না থাকায় ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব হয়নি। কেন্দ্রের কাছে ভিসি নিয়োগের জন্য নাম পাঠানো হয়েছে। কিন্তু এখনও অনুমোদন আসেনি। তাই নির্বাচন করা সম্ভব হচ্ছে না।
মামলাকারীদের আইনজীবীর দাবি
তখন মামলাকারীদের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং সব্যসচী চট্টোপাধ্যায় পাল্টা যুক্তি দেন, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উপাচার্য রয়েছেন, সেখানে কেন ভোট হচ্ছে না? তার সদুত্তর রাজ্যের কাছে নেই।
বিচারপতি সৌমেন সেনের নির্দেশ
সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি সৌমেন সেন নির্দেশ দেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে রাজ্য সরকারের ভূমিকা কতটা, তা হলফনামার মাধ্যমে রাজ্যকে জানাতে হবে। আরজি কর প্রসঙ্গ টেনে বিচারপতি সেন বলেন, কিছু প্রতিষ্ঠানে নিজস্ব আইন থাকলেও, রাজ্যের সার্বিক ভূমিকা আদালতে স্পষ্ট করতে হবে।
রাজ্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন আদালতকে জানান, রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন একসঙ্গে হয় না। যে প্রতিষ্ঠানের ছাত্র সংসদের মেয়াদ শেষ হয়, সেখানে সেই মতো নির্বাচন হয়। তবে যে সমস্ত কলেজে ছাত্র সংসদের নির্বাচনের সময় পেরিয়ে গিয়েছে, তার তালিকা পরবর্তী হলফনামায় রাজ্য আদালতকে দেবে বলে জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : Weather Forecast: দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস, উপকূলীয় জেলায় সতর্কতা জারি!
মামলার পরবর্তী শুনানি ১৭ ই জুলাই
এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ জুলাই। ওই দিন রাজ্য সরকার সরাসরি ছাত্র সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে কিনা, তা আইনি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিতে হবে রাজ্যকে। তার আগে কোন কোন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের মেয়াদ ফুরিয়েছে, যে প্রতিষ্ঠান গুলোতে ভিসি রয়েছেন, সেখানে কেন এখনও নির্বাচন হয়নি, কোন কোন প্রতিষ্ঠানে ভিসি নেই এবং নির্বাচনে রাজ্য সরকারের হস্তক্ষেপের সীমা কোথায়, তা আদালতকে হলফনামা আকারে জানাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।