Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : নবান্ন অভিযানে আক্রান্ত হওয়ার ঘটনায় নির্যাতিতার মা-এর এনকোয়ারি ও মেডিক্যাল রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। আদালত মনে করছে এই রিপোর্ট সম্পূর্ণ নয়। তাই হাসপাতালকেও নোটিশ পাঠানোর নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরজি করের মূল মামলার সঙ্গেই এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
এনকোয়ারি ও মেডিক্যাল রিপোর্ট তলব (Calcutta High Court)
গত ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মা। নবান্ন অভিযানের সময় পুলিশ নির্যাতিতার মা’কে মারধর করার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দায়ের হয় মামলা। বুধবার সেই মামলাতেই নির্যাতিতার মা’র নবান্ন অভিযানে আক্রান্ত হওয়ার ঘটনায় নিউমার্কেট এবং শেক্সপিয়র সরণি থানার পুলিশের থেকে এনকোয়ারি ও মেডিক্যাল রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকেও নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেল চারটের মধ্যে সমস্ত রিপোর্ট আদালতে জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। আরজি করের ঘটনায় নির্যাতিতার বাবা-মা ঘটনাস্থল পরিদর্শনের আবেদন এবং সিবিআই তদন্ত নিয়ে যে মামলা দায়ের করেছিলেন সেই মূল মামলার সঙ্গেই এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নির্যাতিতার মা-এর (Calcutta High Court)
নির্যাতিতার পরিবারের আইনজীবী এদিন মামলার শুনানিতে আদালতে দাবি করেন, নবান্ন অভিযানের সময় পুলিশের শারীরিক নিগ্রহের কারণে নির্যাতিতার মায়ের শরীরের একাধিক জায়গায় গভীর চোট লেগেছিল (Calcutta High Court)। পিঠে এবং কপালে আঘাতের চিহ্ন ছিল। যদিও নবান্ন অভিযানে আক্রান্ত হওয়ার পর জেনারেল ডায়েরি (জিডি) দায়ের করলেও নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কোনও এফআইআর দায়ের করা হয়নি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার মা। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আরও পড়ুন : WB Weather Report: অবশেষে দেখা দিল সুয্যি মামা, কিন্তু থাকবে কতক্ষণ?
রাস্তায় মেরে ফেলার ষড়যন্ত্রের অভিযোগ নির্যাতিতার বাবার
গত ৮ আগস্ট নবান্ন অভিযানের সময় পুলিশ তাদের মারধর করে বলে অভিযোগ করেন নির্যাতিতার বাবা ও মা। নির্যাতিতার মায়ের পিঠে ও কপালে গুরুতর চোট লাগে। অভিযানের মাঝপথেই তাঁকে তড়িঘড়ি বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতার বাবা অভিযোগ করেন, তাঁদের পুলিশ রাস্তায় মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল।
আরও পড়ুন : Mamata Banerjee: বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী, করলেন একাধিক প্রকল্পের ঘোষণা
রিপোর্টের বয়ানে একাধিক অসঙ্গতি
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর নির্যাতিতার মায়ের মেডিক্যাল রিপোর্ট নিয়ে বিতর্ক তৈরি হয়। নির্যাতিতার মা’র ইনজুরির রিপোর্টের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। মায়ের মেডিক্যাল রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষ বদল করে দিয়েছে বলে গুরুতর অভিযোগ করেন নির্যাতিতার বাবা। ডিসচার্জ রিপোর্টে আঘাত নিয়ে নির্যাতিতার মা-এর কোনও বয়ান ছিল না। তাঁর ও আইনজীবীর প্রশ্নের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্ট বদল করে মায়ের অভিযোগ উল্লেখ করে বলে অভিযোগ করেন নির্যাতিতার বাবা।