ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আদালতে আবারও ধাক্কা রাজ্যের। চিড়িয়াখানার (Alipore Zoo) বাণিজ্যিকরণের প্রতিবাদে বিজেপির (BJP) মিছিলের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের শর্তসাপেক্ষে অনুমতিকে চ্যালেঞ্জ করে ডিভিশনে বেঞ্চে রাজ্য। সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্টের (Calcutta high Court) ডিভিশন বেঞ্চ। শুনানিতে রাজ্যের সওয়াল হাইকোর্টের রং কেন লাল, সেই নিয়ে কি প্রতিবাদ করা যায়?’
সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল ডিভিশন বেঞ্চে (Calcutta high Court)
চিড়িয়াখানার পশু হাসপাতাল এবং অ্যাকুরিয়াম অন্যত্র স্থানান্তরিত করে সেই জমিতে প্রোমোটিং এবং চিড়িয়াখানার (Alipore Zoo) বাণিজ্যিকীকরণের প্রতিবাদে আজ অর্থাৎ ৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ৩ টের মধ্যে ১০০০ জনকে নিয়ে রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরী পর্যন্ত মিছিলের শর্তসাপেক্ষে অনুমতি বিজেপি-কে বুধবার দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta high Court) বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য। কিন্তু সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এবং আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, মিছিলে থাকতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তবে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, সাধারণ মানুষের অসুবিধা করা যাবে না। যাঁরা হাসপাতালে যাবেন, তাঁদের প্রাধান্য দিয়ে জায়গা করে দিতে হবে। মিছিল থেকে কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। এদিন ডিভিশন বেঞ্চে (Calcutta high Court) মামলার শুনানিতে রাজ্য দাবি করে, বর্তমানে গঙ্গাসাগর মেলা চলছে। সেখানে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে। এই সময় মিছিল করলে যথাযথ পুলিশি ব্যবস্থা করতে সমস্যা হবে। তাই নির্দিষ্ট এক জায়গায় কর্মসূচি করলে কী অসুবিধা? সেই প্রশ্নও তোলা হয়। রাজ্যের বক্তব্য, এভাবে চলতে থাকলে পুলিশের নিয়ন্ত্রণ ক্ষমতা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে।
আরও পড়ুন: Kolkata Book Fair 2025: এপিডিআর সংগঠনকে স্টল না দেওয়ার অভিযোগ, গিল্ডের বিরুদ্ধে আদালতে নালিশ
সেই সঙ্গে রাজ্যের আইনজীবী আদালতে পাল্টা প্রশ্ন করেন, চিড়িয়াখানার (Alipore Zoo) বাণিজ্যিকীকরণ মানে কী, সেটা বোঝা যাচ্ছে না, যারা মামলা করেছে, তারাও এটা জানে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজ্যের। সবকিছু নিয়ে প্রতিবাদ করা যায় না। এই সওয়াল করতে গিয়ে রাজ্যের আইনজীবী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘হাইকোর্টের (Calcutta high Court) রঙ কেন লাল, তা নিয়ে কি প্রতিবাদ করা যায়?’