ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গার্ডেনরিচে একটি ভুয়ো কল (Call Center Scam) সেন্টারের আড়ালে চলছিল এক বৃহৎ প্রতারণার চক্র। সম্প্রতি পুলিশের একটি অভিযানে এই সেন্টার প্রকাশ্যে এসেছে।
মঙ্গলবারেই অভিযান (Call Center Scam)
মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে আয়রন গেট রোডের হোয়াইট হাউস বিল্ডিংয়ে অভিযান চালিয়ে পুলিশ চার জনকে গ্রেফতার করেছে (Call Center Scam)।
উদ্ধার কোটি টাকা! (Call Center Scam)
অভিযানে প্রায় ১.১৮ কোটি টাকার নগদ এবং মূল্যবান সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু ল্যাপটপ, একটি ইন্টারনেট রাউটার এবং গুরুত্বপূর্ণ নথি।
আরও পড়ুন: Sanjay Seth: কঠোর শাস্তি হওয়া উচিত, সরব সঞ্জয়!
ধৃত কারা?
ধৃতদের মধ্যে খালিদ ইউসুফ খান, জাস্টিন পাল, মহম্মদ শাহরুখ ও মুসিল খান নামের যুবকরা রয়েছে, যাদের বয়স ২৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
প্রতারণার ফাঁদ!
পুলিশ সূত্রে জানা গেছে, এই চার যুবক বেআইনি কল সেন্টার চালানোর মাধ্যমে বিভিন্নভাবে প্রতারণার কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের কলকাতা সিজেএম আদালতে হাজির করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এই ঘটনার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা হচ্ছে।