ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ২৮ এপ্রিল রয়েছে কানাডার সাধারণ নির্বাচন (Canada Election)। এই নির্বাচনের সময় কিছুটা এগিয়ে এসেছে। এই সাধারণ নির্বাচন হওয়ার কথাছিল এবছর সেপ্টেম্বর মাসে। কিন্তু, কানাডার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিচার করে এই নির্বাচন এগিয়ে আনা হয়েছে। আর এই নির্বাচনের আগেই কানাডার তরফে দাবি করা হল, কানাডার সাধারণ নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে বেশ কিছু দেশ।
নির্বাচনে বিদেশি প্রভাব (Canada Election)
কানাডার (Canada Election) গুপ্তচর সংস্থার তরফে মনে করা হচ্ছে, কানাডার আসন্ন সাধারণ নির্বাচন কিছু বিরোধী দেশের দ্বারা প্রভাব খাটানোর চেষ্টা করা হতে পারে। কানাডার গুপ্তচর সংস্থা কানাডিয়ান সিকিয়োরিটি ইন্টেলিজেন্স সার্ভিস দাবি করছে, কানাডার সাধারণ নির্বাচনে ভারত ও চিনের মতো কিছু বিরোধী দেশ নাক গলানোর চেষ্টা করতে পারে। কিছু আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, কানাডার গুপ্তচর সংস্থা সিএসআইএস মনে করছে, ভারত ও চিনের পাশাপাশি রাশিয়া এবং পাকিস্তানেরও হস্তক্ষেপের সম্ভবনা থাকতে পারে।
কানাডার কূটনৈতিক উত্তেজনা (Canada Election)
ভারত ও চিন এই দুই এশীয় দেশের সঙ্গেই কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন চলছে কানাডার (Canada Election)। এরই মধ্যে কানাডার সাধারণ নির্বাচনের আগে কানাডীয় গুপ্তচর সংস্থার এমন দাবি, ভারত ও চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে আরও তলানিতে নিয়ে যাবে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কানাডার এই দাবিতে আবারও বৃদ্ধি পেতে পারে দুই দেশের মধ্যের কূটনৈতিক উত্তেজনা। তবে কানাডার এধরনের দাবি এই নতুন নয়। এর আগেও কানাডা এধরনের একাধিক অভিযোগ তুলেছে ভারত ও চিনের বিরুদ্ধে। প্রথম থেকেই কানাডার এই ধরনের দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে ভারত।এমনকি পরবর্তী কালে কানাডার গুপ্তচর সংস্থা গুলির তদন্তে তা স্পষ্ট হয়ে যায় যে কানাডার সাধারণ নির্বাচনে ভারত কোনো প্রকার হস্তক্ষেপ করেনি।
আরও পড়ুন: Unique Chicken: গান শুনিয়ে দুধ খাইয়ে পালন মুরগি, দাম জানেন?
খালিস্তানি কার্যকলাপ
কানাডার সাধারণ নির্বাচনে ভারত প্রভাব খাটানোর চেষ্টা করেছে তা প্রমাণ করতে পারেনি কানাডা। উল্টে কানাডায় ভারত বিরোধী এবং খালিস্তানপন্থী কার্যকলাপ নিয়ে একাধিক বার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। এরই মধ্যে খালিস্তানপন্থী জঙ্গি নেতা হরদীপ সিংহ নিজ্জরের হত্যার ঘটনায় ভারত জড়িত থাকতে পারে বলে দাবি করেছিল কানাডা। যদিও সেই অভিযোগকেও স্বীকার করেনি ভারত। এমনই একাধিক ঘটনার জেরে ভারত ও কানাডা দুইদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে।
আরও পড়ুন: Crime News: পানীয় জলে প্রস্রাব করে রাখতে দারোয়ান, খেয়ে অসুস্থ এক মহিলা!
গুপ্তচরদের সন্দেহ
কানাডার সাধারণ নির্বাচনের আগে ফের কানাডার নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সন্দেহ প্রকাশ করলো কানাডার গুপ্তচর সংস্থা ‘সিএসআইএস’। কানাডার গুপ্তচর সংস্থার ডেপুটি ডিরেক্টর অফ অপারেশনস ভেনেসা লয়েড দাবি করেন, ‘বিরোধী রাষ্ট্রগুলি’ কানাডার সাধারণ নির্বাচনকে হস্তক্ষেপ করতে পারে কৃত্রিম মেধা ব্যবহার করে। তিনি আরও দাবি করেন, কৃত্রিম মেধা ব্যবহার করে কানাডার আসন্ন সাধারণ নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার সবচেয়ে বেশি সম্ভবনা রয়েছে চিনের তরফ থেকে। এই একই চেষ্টা ভারতও করতে পারে বলে তিনি সতর্ক করেছেন। একই সঙ্গে পাকিস্তান ও রাশিয়ার তরফ থেকে কানাডার সাধারণ নির্বাচনে হস্তক্ষেপ করার সম্ভবনা রয়েছে বলেও মনে করছেন তিনি।