Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ (Cancel Bangladesh Tour)। দীর্ঘদিন ধরে পাকিস্তান সফরেও নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দেশের সরকারও। এবার বাংলাদেশের মাটিতেও খেলতে না যাওয়ার পথে হাঁটতে চলেছে বিসিসিআই।
বাতিল বাংলাদেশ সফর (Cancel Bangladesh Tour)
এই মুহূর্তে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল(Cancel Bangladesh Tour)। এজবাস্টনে চলছে দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ড সফরের পর অগস্টে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা শুভমন গিলদের। আগামী ১৭ অগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরুর কথা ছিল। টি-টোয়েন্টি সিরিজ শুরু হত ২৬ অগস্ট থেকে। সিরিজের সূচিও প্রকাশিত হয়েছিল।
কিন্তু সম্প্রতি ভারত-বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছে। তাই নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফর স্থগিত করতে চলেছে বলেই খবর। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রের সরকারই বাংলাদেশ সফরে না যাওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়েছে। খুব শীঘ্রই হয়তো ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বাংলাদেশ সফর বাতিলের কথা সরকারিভাবে ঘোষণাও করে দেওয়া হবে।
অশান্ত বাংলাদেশ (Cancel Bangladesh Tour)
গত বছরের অগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় থেকেই অশান্ত বাংলাদেশ(Cancel Bangladesh Tour)। এই এক বছরে ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেও অনেকটাই অবনতি হয়েছে। সন্ন্যাসী প্রভু চিন্ময়কৃষ্ণ দাসকে মহম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক বাংলাদেশ সরকার গ্রেফতার করার পর দুই দেশের মধ্যে সম্পর্কে আরও অবনতি হয়। সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়েও বাংলাদেশের ভারত বিরোধী অবস্থান দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ফাটল আরও বাড়িয়েছে। বর্তমানে রাজনৈতিক অশান্তিতে জর্জরিত বাংলাদেশ। তাই সে দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে গেলে ক্রিকেটারদের নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে বলেই মনে করছে নরেন্দ্র মোদি সরকার। তাই আগামী মাসে ভারতীয় ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে না যাওয়ারই পরামর্শ বিসিসিআই-কে (BCCI) কেন্দ্র দিয়েছে বলে খবর।

সাদা বলে সীমিত ওভারের ম্যাচ (Cancel Bangladesh Tour)
সামনের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে(Cancel Bangladesh Tour)। ২০২৭ এ অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তাই তার আগে সাদা বলে সীমিত ওভারের ম্যাচই খেলবে সব দেশ। বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই বিদায় নিয়েছিলেন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। আইপিএলের মাঝপথে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন দু’জনে। তবে ওয়ানডে ক্রিকেটে তাঁরা খেলবেন। তাই বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দু-জনকে একসঙ্গে দেখার অপেক্ষায় প্রহর গুন ছিল দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ সফর বাতিল হলে ক্রিকেটপ্রেমীদের সেই অপেক্ষা আরও বাড়বে, তাতে কোনও সন্দেহ নেই।