ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অম্বল ও গ্যাসের সমস্যায় বহু বছর ধরেই (Cancer Risk in Antacid) ঘরোয়া নাম হয়ে উঠেছে রেনিটিডিন। বাজারে ‘Rantac’, ‘Aciloc’ বা ‘Radin’ নামে পরিচিত এই ওষুধ বহু মানুষ নিয়মিত ব্যবহার করে থাকেন। তবে এবার সেই বহুল ব্যবহৃত ওষুধ নিয়েই বড়সড় সতর্কবার্তা জারি করল ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা CDSCO (Central Drugs Standard Control Organisation)।
কঠোর নজরদারির নির্দেশ (Cancer Risk in Antacid)
সম্প্রতি রেনিটিডিন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে (Cancer Risk in Antacid) আসার পর CDSCO সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই ওষুধের উৎপাদন, সংরক্ষণ এবং গুণমান নিয়ে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে। মূল আশঙ্কা, রেনিটিডিনে NDMA (N-Nitrosodimethylamine) নামক একটি রাসায়নিক যৌগের উপস্থিতি পাওয়া গিয়েছে, যা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর ও সম্ভাব্য ক্যান্সারের কারণ হতে পারে।
বিস্তারিত আলোচনা (Cancer Risk in Antacid)
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে (Cancer Risk in Antacid) Drug Technical Advisory Board (DTAB)-এর সুপারিশ। গত ২৮ এপ্রিল DTAB-এর বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। DTAB-এর সুপারিশের ভিত্তিতে CDSCO নির্দেশ দেয়, রেনিটিডিনের মূল কাঁচামাল (API) এবং ফর্মুলেশনে NDMA-এর মাত্রা পর্যালোচনা করে দেখা হোক। সেইসঙ্গে পরামর্শ দেওয়া হয়েছে এই ওষুধের মেয়াদ কমিয়ে আনার জন্যও।
NDMA এমন একটি যৌগ…
চিকিৎসকদের একাংশ মনে করছেন, এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। দিল্লির AIIMS-এর অনকোলজিস্ট ড. অভিষেক শঙ্কর জানিয়েছেন, NDMA এমন একটি যৌগ যা WHO-এর মতে Group 2A carcinogen, অর্থাৎ ‘সম্ভাব্যভাবে ক্যান্সার সৃষ্টি করতে পারে’ এমন শ্রেণিতে পড়ে।
রেনিটিডিন সংরক্ষণের পদ্ধতি
তবে রেনিটিডিন সংক্রান্ত এই বিতর্ক নতুন নয়। আগেও বিশ্বের একাধিক দেশে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এই ওষুধ বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল। এবার ভারতে নতুন করে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একটি কমিটি তৈরি করে রেনিটিডিন সংরক্ষণের পদ্ধতিও খতিয়ে দেখা হচ্ছে, কারণ ধারণা করা হচ্ছে, সংরক্ষণজনিত কারণেই NDMA তৈরি হচ্ছে।
আরও পড়ুন: Kavi Subhash Metro: ফাটল ধরেছে পিলারে, অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশনে বন্ধ পরিষেবা!
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আজকের দিনে যখন Famotidine বা Pantoprazole-এর মতো বিকল্প রয়েছে, তখন রেনিটিডিন ব্যবহার করা আদৌ যুক্তিসঙ্গত কি না। একইসঙ্গে ICMR-কে বলা হয়েছে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করতে।