Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হিরাকুদ বাঁধের জীববৈচিত্র নিয়ে কাজ করার সুযোগ দিচ্ছে এই সংস্থা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে (Career)। নিযুক্ত ব্যক্তিকে পারিশ্রমিক হিসেবে ধার্য করা হয়েছে ৩৫ হাজার টাকা।
গবেষণাগারে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ (Career)
ব্যারাকপুরের কেন্দ্রীয় গবেষণাগারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে একজনকে নিয়োগ করা হবে। সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট-এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। নিযুক্ত ব্যক্তিদের জন্য সুযোগ থাকছে পরিবেশ পর্যবেক্ষণ ও হিরাকুদ বাঁধের জীববৈচিত্র নিয়ে এই গবেষণা প্রকল্পে কাজ করার (Career)।
কারা আবেদন করতে পারবেন
মৎস্যবিজ্ঞান বিষয়ে স্নাতক হয়েছেন যারা তাদেরই যোগ্যতার ভিত্তিতে বেছে নেওয়া হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।
চুক্তি ভিত্তিক নিয়োগ
আবেদনকারীদের মধ্যে থেকে যিনি নিযুক্ত হবেন তাকে এক বছরের চুক্তিতে কাজ করতে প্রাথমিক ভাবে। পরে কাজের নিরিখে বা গবেষণার প্রয়োজনে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হিসেবে ধার্য করা হয়েছে ৩৫ হাজার টাকা (Career)।

আরও পড়ুন: Nepal Gen Z Protest : প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন! ইস্তফা নেপালের কৃষিমন্ত্রীর
আবেদন করার পদ্ধতি
আগ্রহী ব্যক্তিদের ইমেইল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। সেই আবেদন পত্রের সঙ্গে জীবনপঞ্জি সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের নথি পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। বাঁচায় করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং যোগ্য ব্যক্তিকে বেছে নেয়া হবে।
নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট খুঁটিয়ে পড়ে নিতে হবে। সেখানেই নিয়োগ সম্পর্কিত তথ্য বিস্তারিত ভাবে দেয়া আছে (Career)।