ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)-য়ে সম্প্রতি (CBI Bank Recruitment) একাধিক শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটি, বর্তমানে জোন বেসড অফিসার পদে কর্মী নিয়োগ করতে চাইছে। এই নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের জন্য নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
কত শূন্যপদ? (CBI Bank Recruitment)
প্রাথমিকভাবে মোট ২৬৬টি শূন্যপদে নিয়োগের কথা (CBI Bank Recruitment) বলা হয়েছে। দেশজুড়ে বিভিন্ন রাজ্যে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী প্রথম দু’বছর প্রার্থীদের ‘প্রবেশন’-এ রাখা হবে, এরপর কাজের উপর নির্ভর করে আরও এক বছর এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদনকারীদের বয়স ও বেতন (CBI Bank Recruitment)
আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩২ বছরের (CBI Bank Recruitment) মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ছাড় দেওয়া হবে। এই পদে নির্বাচিত প্রার্থীরা জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড ১ স্কেলে কাজ করবেন, এবং তাঁদের বেতনক্রম হবে মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত। এটি একটি আকর্ষণীয় বেতন-স্কেল, যা অনেক চাকরিপ্রার্থীকে আবেদন করার জন্য উৎসাহিত করবে।
আরও পড়ুন: IISER Kolkata Job: আইআইএসইআর কলকাতায় চাকরির সুবর্ণ সুযোগ
যোগ্যতা
এছাড়া, প্রার্থীদের অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যাঁদের ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি (আইডিডি) রয়েছে, তারাও এই পদে আবেদন জানাতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম এক থেকে তিন বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকা আবশ্যক।
পরীক্ষার প্রক্রিয়া
নিয়োগ প্রক্রিয়া দুটি স্তরে বিভক্ত হবে – প্রথমে একটি অনলাইন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। পরবর্তী পর্যায়ে ইন্টারভিউ-এর মাধ্যমে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের নির্বাচন করা হবে। পরীক্ষা মার্চ মাসে দেশের বিভিন্ন শহরে আয়োজন করা হবে।
আবেদন করবেন কীভাবে?
আগ্রহী প্রার্থীদের ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীদের জন্য নির্ধারিত আবেদনমূল্য রয়েছে – সংরক্ষিত প্রার্থীদের জন্য ১৭৫ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য ৮৫০ টাকা। আবেদন প্রক্রিয়া ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
বিস্তারিত তথ্য জানবেন কীভাবে?
নিয়োগ শর্তাবলি ও বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি একটি বড় সুযোগ, বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য।