ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২১ সালে ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার। সেই খুনের মামলায় অভিযুক্ত কলকাতা পুলিশের নারকেলডাঙ্গা থানার তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট(Calcutta HC)। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত জেল হেফাজতে থাকা ওই দুই পুলিশকর্মীর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন।
শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর রত্না-দীপঙ্করের(Calcutta HC)
আদালতের(Calcutta HC)দেওয়া শর্তে বলা হয়েছে, রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথ নারকেলডাঙা থানায় আর কাজ করতে পারবেন না।নিহত অভিজিৎ সরকারের বাড়ির ত্রিসীমানাতেও ঘেঁষতে পারবেন না তাঁরা। কাউকে কোনওরকম হুমকি দিতে পারবেন না। তথ্য-প্রমাণ সহ কোনও নথি নষ্ট করতে পারবেন না। মামলার শুনানির দিন নিয়মিত হাজিরা দিতে হবে আদালতে।
সিবিআইএর ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ বিচারপতির(Calcutta HC)
মঙ্গলবার এই মামলার শুনানিতে বিশেষ সিবিআই আদালতের ভূমিকা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুনানিতে বিচারপতি সেনগুপ্ত মন্তব্য করেন, বিচারবিভাগীয় শৃঙ্খলা মেনে চলা উচিত নিম্ন আদালতের। একই ঘটনায় যখন অন্য এক অভিযুক্তের করা মামলায়, হাইকোর্ট(Calcutta HC)যখন তার পর্যবেক্ষণে নিম্ন আদালতে মামলা মুলতবি রাখার কথা বলছে, তখন এই দুই পুলিশ কর্মীকে এজলাস থেকে জেলে পাঠানোটা মোটেও বিচারবিভাগীয় শৃঙ্খলা নয়।
আরও পড়ুন: Kolkata: সপ্তাহান্তের শুরুতেই বৃষ্টি, জানুন আজকের আবহাওয়া…
১৬ জুলাই থেকে হেফাজতে ছিলেন দুই পুলিশ কর্মী
উল্লেখ্য, এই মামলায় গত ১৬ জুলাই সিবিআই-এর বিশেষ আদালত রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথকে ৩১ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল। সেইসঙ্গে কলকাতা পুলিশের নারকেলডাঙা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন এবং সুজাতা দে নামক আরেক অভিযুক্তের জামিনের আবেদনও খারিজ করে তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। তারপরই রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথ কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানান। সিবিআই তাঁদের জামিনের বিরোধিতা করলেও মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত শর্তসাপেক্ষে দু’জনের জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: Mamata Banerjee: আরামবাগে বন্যাদুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, নিজের হাতে খাওয়ালেন খিচুড়ি