ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গো (ডিআর কঙ্গো) এবং বিদ্রোহী এম২৩ বাহিনী অবশেষে সংঘর্ষবিরতিতে সম্মত হল (Ceasefire in DR Congo)। শনিবার কাতারের রাজধানী দোহায় আমেরিকার মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরিত হয়।ওয়াশিংটনে সপ্তাহ কয়েক আগে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনায় ঐকমত্য হয়েছিল।
রোয়ান্ডা শান্তিচুক্তির পর নতুন পদক্ষেপ (Ceasefire in DR Congo)
গত জুনে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর (Secretary Marco Rubio) উদ্যোগে ডিআর কঙ্গো এবং রোয়ান্ডার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়(Ceasefire in DR Congo)। তার পর থেকেই এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষবিরতি নিয়ে দফায় দফায় আলোচনা শুরু হয়।
- এম২৩ বাহিনী রোয়ান্ডা এবং উগান্ডার মদতপুষ্ট বলে অভিযোগ।
- বিদ্রোহীরা ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।
খনিজ সম্পদের জন্য সংঘর্ষ (Ceasefire in DR Congo)
ডিআর কঙ্গোর পূর্বাঞ্চল বিশ্বের বৃহত্তম কোবাল্ট এবং কোল্টন ভান্ডার হিসেবে পরিচিত (Ceasefire in DR Congo)।
- এখানে রয়েছে সোনা, তামা এবং লিথিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ।
- পশ্চিমি সংবাদমাধ্যমের দাবি, চিন (বেজিং) রোয়ান্ডা এবং এম২৩ বিদ্রোহীদের মাধ্যমে ওই সম্পদ দখল করার পরিকল্পনা করছে।
এ কারণেই ডিআর কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন সমর্থন চান। ট্রাম্প প্রশাসন রোয়ান্ডাকে আলোচনার টেবিলে আনতে সক্রিয় ভূমিকা নেয়। ওয়াশিংটনের এই সাফল্য আফ্রিকায় চীনের প্রভাব বিস্তারের প্রচেষ্টায় বড় ধাক্কা বলেই মনে করছেন কূটনীতিকরা।

আরও পড়ুন: Operation Sindoor : বন্ধ রহিম ইয়ার খান বিমানঘাঁটি! ‘সিঁদুর’ অভিযানের ক্ষয়ক্ষতি এখনও মেরামত হয়নি?
এম২৩ বিদ্রোহের ইতিহাস (Ceasefire in DR Congo)
- ১৯৯৪ সালের ২৩ মার্চ টুটসি গণহত্যা প্রতিরোধ করতে গড়ে ওঠে এম২৩ আন্দোলনের ভিত্তি।
- এই নাম অনুসারে পরবর্তী সময়ে গঠিত হয় ‘মার্চ ২৩ মুভমেন্ট’ (M23) নামে পরিচিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।
- গত তিন দশকের সংঘর্ষে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, এবং কয়েক লক্ষ সাধারণ মানুষ ঘরছাড়া হয়েছেন।

আরও পড়ুন: Donald Trump : জেফ্রি এপস্টিনের সঙ্গে নাম জড়ানোয় মানহানির মামলা ট্রাম্পের!
আফ্রিকান ইউনিয়নের প্রতিক্রিয়া (Ceasefire in DR Congo)
আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন মাহমুদ আলি ইউসুফ এক বিবৃতিতে চুক্তিকে “ঐতিহাসিক পদক্ষেপ” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন,“পূর্ব ডিআর কঙ্গো এবং বৃহত্তর গ্রেট লেকস অঞ্চলে স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা অর্জনের পথে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”