ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রতিরক্ষা শক্তি আরও শক্তিশালী হতে চলেছে। ভারতীয় সেনার অস্ত্রভান্ডারে যুক্ত হতে চলেছে উন্নতমানের সশস্ত্র ড্রোন এবং আরও কয়েক ডজন ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র(Arms Deal)। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অস্ত্র কেনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ৬৭ হাজার কোটি টাকার মেগা চুক্তি অনুমোদন করা হয়েছে।
কী সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক? (Arms Deal)
মঙ্গলবার প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত সর্বোচ্চ কমিটি ডিফেন্স অ্যাকিউজিশন কাউন্সিল (DAC)-এর বৈঠক হয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে। সেখানে ৮৭টি সশস্ত্র ড্রোন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চুক্তি অনুযায়ী ড্রোনগুলি তৈরি হবে ৬০% দেশীয় উপকরণ দিয়ে, এবং বিদেশি প্রযুক্তি সহযোগিতায় একটি ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি সেগুলি উৎপাদন করবে।
৮৭টি অত্যাধুনিক সশস্ত্র ড্রোনের পরিকল্পনা (Arms Deal)
যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার এখন আধুনিক সামরিক কৌশলের অপরিহার্য অংশ(Arms Deal)। ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের তিন বাহিনীর অভিজ্ঞতা দেখিয়েছে, সশস্ত্র ড্রোনের প্রয়োজন কতটা জরুরি। নতুন ড্রোনগুলি মাঝারি পাল্লার দীর্ঘ সহনশীলতা (MALE) সম্পন্ন, যা শত্রু ঘাঁটিতে আক্রমণ করে সুরক্ষিতভাবে ফিরতে সক্ষম। এই প্রকল্পের জন্য ২০,০০০ কোটি টাকা ব্যয় হবে, এবং রক্ষণাবেক্ষণে আগামী ১০ বছরে আরও ১১,০০০ কোটি টাকা লাগবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন: Blast in Mohali : মোহালির অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে ওঠে ২ কিমি পর্যন্ত এলাকা
ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন সংযোজন (Arms Deal)
ড্রোনের পাশাপাশি ভারত আরও ১১০টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। ব্রহ্মস বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি। এর চারটি প্রধান ভ্যারিয়েন্ট রয়েছে—
- যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য
- ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য
- যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণযোগ্য
- স্থলবাহিনীর লঞ্চার থেকে উৎক্ষেপণযোগ্য
ক্ষিপ্রতা এবং বিধ্বংসী ক্ষমতার জন্য এই ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক মানের। এটি তৈরি করেছে ডিআরডিও (Defence Research & Development Organisation) এবং রাশিয়ার NPO Mashinostroyenia।

কেন এত গুরুত্ব পাচ্ছে এই প্রকল্প? (Arms Deal)
সামরিক বিশেষজ্ঞদের মতে, চীন এবং পাকিস্তান সীমান্তে নিরাপত্তা আরও শক্তিশালী করার জন্য এই বিনিয়োগ অত্যন্ত কৌশলগত। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের ক্ষমতা নির্ধারণ করে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক শক্তি।
কী বার্তা দিল সরকার? (Arms Deal)
প্রতিরক্ষা মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘‘এই চুক্তি আত্মনির্ভর ভারত উদ্যোগের অংশ। ড্রোনের ক্ষেত্রে দেশীয় উপকরণ ব্যবহারের হার ৬০ শতাংশ। ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে।’’