ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন ২০২৫-২৬ বাজেটে বার্ষিক ১৫ লাখ টাকা পর্যন্ত আয় করা ব্যক্তিদের জন্য আয়কর কমানোর (Income Tax Relief) পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, অর্থনীতির ধীরগতির মধ্যে ভোক্তা ব্যয় বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হতে পারে।
সরকারি সূত্রের বক্তব্য (Income Tax Relief)
রয়টার্স জানিয়েছে, দুই সরকারি সূত্র আয়কর কমানোর (Income Tax Relief) বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ করতে চাননি। তারা জানিয়েছেন, কত শতাংশ কর ছাড় দেওয়া হবে, তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফেব্রুয়ারি ১ তারিখে বাজেট ঘোষণার কাছাকাছি সময়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থনীতিবিদদের সুপারিশ (Income Tax Relief)
বিশিষ্ট অর্থনীতিবিদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আয়কর হ্রাস (Income Tax Relief) করার জন্য অনুরোধ জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের উপর করের চাপ কমানো যায়। মঙ্গলবার, প্রধানমন্ত্রী নীতি আয়োগে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বিশেষজ্ঞরা সরকারকে আয়কর কমানো, কাস্টম শুল্ক সরলীকরণ এবং রপ্তানি বৃদ্ধির জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন।
আরও পড়ুন: AAP vs Congress: কংগ্রেস-বিজেপি আঁতাতের অভিযোগে কটাক্ষ, দিল্লি নির্বাচনে আক্রমণ শানালো আপ
বাজেট উপস্থাপনের সময়সূচি
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৫-২৬ বাজেট ১ ফেব্রুয়ারি, ২০২৫-এ লোকসভায় পেশ করবেন।
গত ২০২৪-২৫ বাজেটে নির্মলা সীতারমন আয়কর আইন পুনর্বিবেচনার একটি ঘোষণা করেছিলেন। এরপর প্রধান আয়কর কমিশনার ভি কে গুপ্তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি বাজেটের আগে তাদের রিপোর্ট জমা দেবে বলে আশা করা হচ্ছে।
তবে, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আয়কর আইন বাজেট অধিবেশনে উপস্থাপিত হওয়ার সম্ভাবনা নেই এবং এটি কার্যকর হতে এক বছরেরও বেশি সময় লাগবে।
একজন সিনিয়র সরকারি কর্মকর্তা জানিয়েছেন, “এই আইন পুরোপুরি নতুন হবে। ফলে সমস্ত নিয়ম, ফর্ম এবং সিস্টেমকে পরিবর্তিত আইনের সঙ্গে মানিয়ে নিতে হবে। এটি বাস্তবায়ন এবং পরীক্ষার জন্য যথেষ্ট সময় প্রয়োজন।”
আরও পড়ুন: Jammu Kashmir Winter: উত্তর ভারতে জাঁকিয়ে শীতের দাপট, ঠান্ডায় জবুথবু কাশ্মীর
আর্থিক বৃদ্ধির প্রেক্ষাপট
আয়কর কমানোর প্রত্যাশা এমন সময়ে এসেছে, যখন অর্থনৈতিক বৃদ্ধি ধীরগতির মুখোমুখি হয়েছে। জুন ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, এবং জুলাই-সেপ্টেম্বর সময়কালে এটি কমে ৫.৪ শতাংশ হয়েছে।
সম্প্রতি, এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি) ভারতের বর্তমান অর্থবর্ষের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৭ শতাংশ থেকে কমিয়ে ৬.৫ শতাংশ করেছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্যও বৃদ্ধির পূর্বাভাস হ্রাস করা হয়েছে।
এর আগে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) চলতি অর্থবর্ষের বৃদ্ধির পূর্বাভাস ৭.২ শতাংশ থেকে কমিয়ে ৬.৬ শতাংশ করেছে।