Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১ অগাস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ (100 Days Work Case) শুরু করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। এবার এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র সরকার। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
রাজ্যে ১০০ দিনের প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে গত তিন বছর ধরে কাজ বন্ধ হয়ে রয়েছে। এবং রাজ্যকে এই প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ তোলে রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের অভিযোগ, এই প্রকল্পে রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তাই তারা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে।
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ (100 Days Work Case)
এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলা হাইকোর্টে এখনও বিচারাধীন। গত জুন মাসে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ রাজ্যে বন্ধ থাকা ১০০ দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে নির্দেশ দেয়। কোনও কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এবং ১ আগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজের (100 Days Work Case) প্রকল্প চালু করার নির্দেশ দেয় হাইকোর্ট। তবে দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনও শর্ত কেন্দ্র দিতে পারবে বলেও জানায় হাইকোর্ট।
আরও পড়ুন:Partha Chatterjee: ইডির পর সিবিআই মামলাতেও জামিন পার্থর, জামিন পেলেও এখনই জেলমুক্তি নয়
এই প্রকল্প চালু হওয়ার পরে আবারও যাতে সেই ধরনের কোনও অনিয়ম না হয় সেদিকে সতর্কতার সঙ্গে নজর রাখতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে। স্পষ্ট নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। প্রধান বিচারপতি বলেন, ‘এই সংক্রান্ত সমস্ত অভিযোগ ২০২২ সালের আগের। সেই সব নিয়ে আপনারা যা খুশি পদক্ষেপ করুন। কিন্তু এখন প্রকল্পের কাজ চালু করা হোক। জনস্বার্থে এই কাজ (100 Days Work Case) চালু হওয়া দরকার।’
উল্লেখ্য, হাইকোর্টে এই মামলার শুনানিতে কেন্দ্র অভিযোগ করে, রাজ্যে এই দুর্নীতি তদন্তে আসা কেন্দ্রীয় দলের রিপোর্ট অনুযায়ী হুগলি, পূর্ব বর্ধমান, মালদহ এবং দার্জিলিং- এই চার জেলায় ১০০ দিনের প্রকল্পের (100 Days Work Case) কাজে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে। ৫০ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। তারপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে ৪ জেলায় দুর্নীতি হয়েছে, সেই জেলাগুলোকে বাদ দিয়ে বাকি অন্যান্য জেলায় প্রকল্পের কাজ শুরু করার কথা বলেন।
আরও পড়ুন:Mamata Banerjee: কন্যাশ্রীতে এক কোটি ছাত্রীর লক্ষ্য, পূরণ হলেই বিশেষ উদযাপনের ইঙ্গিত!
আদালতের যুক্তি ছিল, দুর্নীতি নিয়ে আদালত কোনও কথা বলতে চায় না। কিন্তু যাঁরা কাজ পাচ্ছেন না বা কাজ করেও বকেয়া টাকা পাচ্ছেন না, তাঁদের কেন ভুগতে হবে? তাই জনস্বার্থে এই প্রকল্পের কাজ ১ আগস্ট থেকে শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে।