ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেটের তারকা যুজবেন্দ্র চাহাল এবং তার স্ত্রী ধনশ্রী বর্মার (Chahal-Dhanashree Divorce) বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। গত বৃহস্পতিবার মুম্বইয়ের একটি পরিবার আদালত এই বিচ্ছেদের ওপর সিলমোহর দেয়।
আদালতে উপস্থিত (Chahal-Dhanashree Divorce)
বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল ৫ ফেব্রুয়ারি, যখন চাহাল এবং ধনশ্রী প্রথমবার বিবাহবিচ্ছেদের (Chahal-Dhanashree Divorce) আবেদন করেন। হিন্দু বিবাহ আইনের ১৩বি (২) ধারার আওতায় আদালত দুই পক্ষকে ছ’মাস সময় দিয়েছিল। বুধবার বম্বে হাই কোর্ট বান্দ্রার একটি পরিবার আদালতকে নির্দেশ দেয়, ২০ মার্চের মধ্যে চাহালের বিবাহবিচ্ছেদের মামলার শুনানি শেষ করতে। সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার চাহাল ও ধনশ্রী আদালতে উপস্থিত হন, তবে তাদের মুখে ছিল মাস্ক। সংবাদমাধ্যমের সামনে কথা বলার কোন ইচ্ছা প্রকাশ করেননি তারা।
খোরপোশের হিসেব! (Chahal-Dhanashree Divorce)
বিচ্ছেদের প্রক্রিয়ার অংশ হিসেবে, আদালত ধনশ্রীকে খোরপোশ (Chahal-Dhanashree Divorce) হিসাবে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিতে নির্দেশ দেয়। তবে, জানা যায় যে চাহাল এখন পর্যন্ত মাত্র ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দিয়েছেন। আদালত এই বিষয়টি নিয়ে সন্তুষ্ট নয় এবং চাহালকে পুরো টাকার পরিমাণ দ্রুত পরিশোধ করতে নির্দেশ দিয়েছে।

আইপিএল-এর আগেই মিটমাট
২০২০ সালে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার বিয়ে হয়েছিল, কিন্তু ২০২২ সালের জুন মাস থেকে তারা আলাদা হয়ে যান। বিবাহবিচ্ছেদের আবেদনের পর, আদালতের নির্দেশে খোরপোশের অর্থ পরিশোধের ব্যাপারে কিছু অসুবিধা সৃষ্টি হয়, যা পুরো প্রক্রিয়াকে জটিল করে তোলে। সামনে আইপিএল রয়েছে, তাই বিষয়টি দ্রুত মেটানোর জন্য আদালত চাপ প্রয়োগ করে।
আরও পড়ুন: Silicone Injections: যৌবন ধরে রাখার ইঞ্জেকশনেই বিপত্তি, পুরুষাঙ্গ ফুলে পাঁচগুণ ঢোল!
চাহাল বর্তমানে ভারতীয় দলের বাইরে থাকলেও, আইপিএলে তার কদর বৃদ্ধি পেয়েছে। এই বছরের নিলামে পাঞ্জাব কিংস তাকে ১৮ কোটি টাকায় কিনে নেয়। আইপিএলের ইতিহাসে একজন ভারতীয় স্পিনারের জন্য সর্বাধিক দাম। ২৫ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনি প্রথম ম্যাচে নামতে চলেছেন।