Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : রবিবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা(SSC Exam)। বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে নিয়ে এই পরীক্ষা সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শনিবার সাংবাদিক সম্মেলনে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পরীক্ষার নিয়ম ও সতর্কতাগুলি স্পষ্ট করে জানিয়েছেন।
বিপুল সংখ্যক পরীক্ষার্থী (SSC Exam)
এ বার পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজার। এর মধ্যে প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন অংশ নেবেন ১৪ সেপ্টেম্বরের পরীক্ষায়(SSC Exam)। ৬৩৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে। গতবারের তুলনায় এবার প্রার্থী সংখ্যা আড়াই লক্ষাধিক বেশি।
পরীক্ষার সময়সূচি (SSC Exam)
পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে(SSC Exam)। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে প্রতিটি কেন্দ্রে। ১১টা ৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র বিতরণ করা হবে। সেসময় পরীক্ষার্থীরা শুধু নিজের নাম লিখতে পারবেন। উত্তর লেখা শুরু করা যাবে দুপুর ১২টার পর থেকে।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের শেষ সময় সকাল ১১টা ৪৫। তবে যেই ঘরে পরীক্ষা হবে, সেখানে ঢোকার শেষ সময় দুপুর ১২টা। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ হল থেকে বেরোতে পারবেন না।

আরও পড়ুন : Maoist Killed : ছত্তীশগঢ়ের বস্তার ডিভিশনে মাওবাদী দমন অভিযানে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ
পরীক্ষার্থীর জন্য কড়া নিয়ম (SSC Exam)
- অ্যাডমিট কার্ড ও বৈধ ফটো আইডি সঙ্গে আনতে হবে।
- অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যান করে আসল-নকল যাচাই হবে।
- অ্যাডমিট কার্ডে ছবি বা স্বাক্ষরে সমস্যা থাকলে পরীক্ষার্থীকে সেল্ফ অ্যাটেস্টেড ফটো আইডির জেরক্স জমা দিতে হবে।
- পরীক্ষার্থীরা স্বচ্ছ বোতলে জল আনতে পারবেন।
- স্বচ্ছ কলম ব্যবহার করতে হবে, তবে এসএসসি প্রত্যেককে কলম দেবে।
- ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর বা কোনও ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
- পরীক্ষার্থীর কাছে যদি কোনও মূল্যবান দ্রব্য থাকে, সেটি পরীক্ষাকেন্দ্রে বিশেষভাবে নির্দিষ্ট জায়গায় জমা রাখা যাবে।
আরও পড়ুন : Samik JP Nadda Meeting :পাখির চোখ ২৬! জেপি নাড্ডার সঙ্গে জরুরি বৈঠক,দিল্লি গেলেন শমীক
নিরাপত্তা ব্যবস্থা (SSC Exam)
চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, পরীক্ষার্থীদের দেহ তল্লাশি হবে মেটাল ডিটেক্টর দিয়ে(SSC Exam)। মহিলা পরীক্ষার্থীদের জন্য আলাদা এনক্লোজার থাকবে, যেখানে চেকিং করবেন মহিলা কর্মীরা।
প্রশ্নপত্রের মধ্যে একাধিক সিকিউরিটি ফিচার থাকবে। বেআইনি ভাবে প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে অল্প সময়ের মধ্যেই ধরা সম্ভব হবে। ওএমআর উত্তরপত্রের ক্ষেত্রে এক থেকে পাঁচ নম্বর অংশ পূরণ করতেই হবে, না হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
নিয়ন্ত্রণ কক্ষ ও নজরদারি (SSC Exam)
পরীক্ষা চলাকালীন নজরদারির জন্য আলাদা কন্ট্রোল রুম চালু করা হবে, যার নম্বর এসএসসির ওয়েবসাইটে দেওয়া থাকবে। ইনভিজিলেটরসহ কাউকে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
এসএসসি চেয়ারম্যান স্পষ্ট করেছেন, প্রতিটি কেন্দ্রকে সংবেদনশীল বলে ধরা হচ্ছে। প্রশ্নপত্র ও উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এত বড় সংখ্যক পরীক্ষার্থী অংশ নেওয়ায় পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখাই কমিশনের মূল লক্ষ্য।