ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার চাঁদ সারাদিন বৃশ্চিক রাশিতে (Lucky Zodiacs) গোচর করবে। বৈদিক পঞ্জিকা অনুসারে আগামিকাল চৈত্র কৃষ্ণা ষষ্ঠী তিথি। কাল রাত ২টো ৪৫ মিনিট পর্যন্ত কৃষ্ণা ষষ্ঠী তিথি থাকবে, তারপর শুরু হবে সপ্তমী তিথি। জ্যোতিষ গণনা অনুসারে কাল বজ্র যোগ ও সিদ্ধি যোগের প্রভাব থাকবে। কাল থাকবে প্রথমে অনুরাধা নক্ষত্র ও পরে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে কালকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। জ্যোতিষ গণনা অনুসারে আগামিকাল কোনও কোনও রাশির জাতকরা জীবনে প্রচুর সুখ সাফল্য লাভ করবেন জেনে নিন।
কর্কট রাশি (Lucky Zodiacs)
অনুরাধা নক্ষত্রের শুভ প্রভাব লাভ করবেন কর্কট রাশির জাতকরা (Lucky Zodiacs)। জীবনের সব আনন্দ আপনার ঝুলিতে থাকবে। কোনও বাড়ি বা গাড়ি কেনার দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে। পেশাগত জীবনে কিছু শুভ পরিবর্তন কাল আসতে পারে। পরিশ্রম করলে তার শুভ ফল নিজের কেরিয়ারে আপনি দেখতে পাবেন। কোনও ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন।

কুম্ভ রাশি (Lucky Zodiacs)
সর্বার্থ সিদ্ধি যোগে লক্ষ্মীবারে আশীর্বাদ বর্ষিত হবে কুম্ভ রাশির জাতকদের উপর (Lucky Zodiacs)। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে আপনার। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। তবে আপনার ব্যবহারে কিছুটা উগ্রতা দেখা দিতে পারে। এর ফলে সংসার জীবনে কিছু বাধার মুখে পড়তে হতে পারে। নিজের পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন আপনি। আর্থিক লাভ হবে।

আরও পড়ুন: Saturn Rahu Bad Effect: শনি ও রাহুর যুতিতে পিশাচ যোগ, খারাপ প্রভাব পড়বে কাদের?
মীন রাশি
অনুরাধা নক্ষত্রের শুভ প্রভাব বজায় থাকবে মীন রাশির জাতকদের উপর। নিজের সামাজিক নেটওয়ার্ক অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন আপনি। এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। সবার সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে। মানসিক ভাবে হালকা হয়ে কাটাবেন মীন রাশির জাতকরা। নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন।

তুলা রাশি
বজ্র যোগের প্রভাবে ধন লাভ করতে চলেছেন তুলা রাশির জাতকরা। শ্রীবিষ্ণুর কৃপায় আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। সব কাজেই প্রচুর সাফল্য লাভ করতে পারবেন। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। এর ফলে আপনার মনে আনন্দ থাকবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। সহকর্মীদের সঙ্গেও তুলা রাশির জাতকদের ভালো সম্পর্ক থাকবে।
