ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ ১২ এপ্রিল ২০২৫ শনিবার চৈত্র পূর্ণিমা (Chaitra Purnima)। মনে করা হয় এই দিনে জন্মগ্রহণ করেছিলেন পবন পুত্র হনুমান। চৈত্র পূর্ণিমার চাঁদকে গোলাপী চাঁদ বা Pink Moon অথবা Super Moon-ও বলা হয়ে থাকে। আসলে চৈত্র পূর্ণিমায় চাঁদ পৃথিবীর অনেক কাছে চলে আসে। এর ফলে এদিন পৃথিবী থেকে চাঁদকে দেখতে বেশি উজ্জ্বল ও বড় লাগে। আজ ১২ এপ্রিল হল এই বছরের প্রথম গোলাপী চাঁদ। জেনে নিন গোলাপী চাঁদের আভায় আজ চাঁদের মতো উজ্জ্বল হতে চলেছে কোন কোন রাশির ভাগ্য।
কন্যা রাশি (Chaitra Purnima)
বছরের প্রথম সুপার মুনের (Chaitra Purnima) প্রভাবে উত্সাহ ও উদ্দীপনার কোনও অভাব থাকবে না কন্যা রাশির জাতকদের। নতুন কোনও বিষয় এই সময় শিখতে পারেন আপনি। কাজে দক্ষতা বাড়বে। পড়াশোনার প্রতি এই সময় আগ্রহ বাড়বে কন্যার জাতকদের। চাঁদের প্রভাবে কথাবার্তা ও আচরণ সুন্দর হবে। নতুন কোনও প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।

কুম্ভ রাশি (Chaitra Purnima)
গোলাপী চাঁদের (Chaitra Purnima) আভায় পেশাগত জীবনে প্রচুর উন্নতি করবেন কুম্ভ রাশির জাতকরা। কেরিয়ারে বড় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। সম্পূর্ণ মনোযোগ দিয়ে কঠোর পরিশ্রমের সঙ্গে আপনি কাজ করবেন। তার ফলে সৌভাগ্যের আশীর্বাদ সঙ্গে থাকবে। ব্যবসায় নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে। বিশেষ কেউ আপনাকে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেবেন।

বৃষ রাশি
বছরের প্রথম গোলাপী চাঁদের দ্যুতি লাগতে চলেছে বৃষ রাশির জাতকদের জীবনে। এই সময় সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক রোম্যান্সের মাধুর্যে ভরপুর হবে। আপনার মনের কথা সঙ্গীর কাছে প্রকাশ করুন। অংশীদারিত্বের ব্যবসায় মোটা টাকা লাভ করবেন। যাঁরা অবিবাহিত, বাড়িতে এই সময় তাঁদের বিয়ের কথা এগোতে পারে। কেরিয়ারে উন্নতি করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: Chaitra Purnima: বছরের শেষ চৈত্র পূর্ণিমা, এই বছর কখন পড়ছে শুভ মুহূর্ত? কী করবেন এই দিন?
বৃশ্চিক রাশি
২০২৫ সালের প্রথম সুপার মুন বৃশ্চিক রাশির জাতকদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনছে। মহাজাগতিক এই ঘটনার শুভ প্রভাবে ব্যক্তিগত ও পেশাগত জীবন সুখ ও সমৃদ্ধি লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা। কেরিয়ার সংক্রান্ত কোনও সুখবর আপনি পেতে পারেন। সম্পর্কের ক্ষেত্রেও ভালো সময় আসছে। জীবনের প্রতি পদে এই সময় সাফল্য লাভ করবেন।

কর্কট রাশি
চৈত্র পূর্ণিমার চাঁদের আলোয় উজ্জ্বল হবে কর্কট রাশির জাতকদের ভাগ্য। সুখ, শান্তি, সম্পদের অভাব থাকবে না আপনার জীবনে। প্রেম জীবনেও দারুণ সুন্দর কিছু অপেক্ষা করছে আপনার জন্য। যাঁরা সিঙ্গল, তাঁরা বিশেষ কারওর সাক্ষাত্ পেতে পারেন। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে ভালোবাসার বন্ধন জোরালো হবে। কোনও হবির জন্য সময় বের করবেন আপনি।
