ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চাপ বাড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর। আগামী বছর তাদের দেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সব খেলার আয়োজনের বিষয়ে একগুঁয়ে অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই অবস্থান পিসিবি জন্য সমস্যা তৈরি করছে বলে মনে করা হচ্ছে।
কী জানিয়েছে বিসিসিআই (Champions Trophy 2025)
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে যে নিরাপত্তার কারণে ভারতীয় দল এই ইভেন্টে অংশ নিতে পাকিস্তানে যাবে না। ভারতের সরকারি অবস্থান জানানোর পর থেকেই, পিসিবি ভারতের অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে টুর্নামেন্ট (Champions Trophy 2025) থেকে নাম তুলে নেওয়ার হুমকিও দিয়েছে বলে জানা গিয়েছে।
এখনও প্রাথমিক পর্যায় (Champions Trophy 2025)
যদিও আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ভাগ্য নিয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে জানা গিয়েছে যে আইসিসি ইতিমধ্যে টুর্নামেন্টের সম্ভাব্য আয়োজক হিসাবে দক্ষিণ আফ্রিকার কথা ভাবছে। যদি পাকিস্তান হাইব্রিড মডেলে প্রতিযোগিতার আয়োজনে রাজি না হয়, তাহলে টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে।
সোমবার একটি সূত্র মারফত জানা গিয়েছে যে যদি পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত না নেয় তাহলে বর্তমান পরিকল্পনা হল ভারতের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে এবং ফাইনাল দুবাইতে অনুষ্ঠিত হবে।”
কী বলেছে ভারতীয় বোর্ড?
ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিকে বলেছে যে তারা হাইব্রিড মডেল গ্রহণ করতে রাজি যদি ফাইনাল পাকিস্তানে না হয়ে দুবাইয়ে হয়।
বিসিসিআইয়ের দাবির পরিপ্রেক্ষিতে, আইসিসিও পিসিবিকে একটি লোভনীয় প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
কী বলেছে আইসিসি
সূত্র মারফত জানা গিয়েছে যে, আইসিসি পিসিবিকে বলেছে যে যদি এটি হাইব্রিড মডেলে মেগা ইভেন্টের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় তবে পিসিবি তার সব ম্যাচের পুরো হোস্টিং ফি এবং বেশিরভাগ ম্যাচ নিজেদের দেশে অয়োজনের সুযোগ পাবে।
অন্য সম্ভাবনা
একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আইসিসি পিসিবিকে এও বলেছে যে পাক বোর্ড যদি হাইব্রিড মডেল না মেনে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় তবে পুরো টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকাতে স্থানান্তরিত হতে পারে।
আরও পড়ুন: Champions Trophy: পাকিস্তান যাচ্ছেনা ভারত! বিরাটরা কোথায় খেলবেন চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ?
রাজি নয় পিসিবি?
ঝুঁকি থাকা সত্ত্বেও, পিসিবি হাইব্রিড মডেল মেনে নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে বলেই জানা গিয়েছে। পাকিস্তান বোর্ড এবং এর সরকারের মধ্যে এই বিষয়ে আলোচনার মাধ্যমে টুর্নামেন্টের ভাগ্য কোন দিকে যাবে তা নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে।
পিসিবির একটি সূত্রে জানা গিয়েছে, হাইব্রিড মডেল সিস্টেমে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার বিষয়ে এখনই কোনও কথা বলা হয়নি।
জানা গিয়েছে যে আইনি বিভাগের পরামর্শ নিয়ে আইসিসির কাছে একটি ইমেল পাঠানো হবে যেখানে ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের বিষয়ে আইসিসির কাছে স্পষ্টীকরণ চাওয়া হচ্ছে। আরও জানা গিয়েছে যে, এখন পর্যন্ত পুরো পরিস্থিতির উপর পিসিবি লক্ষ্য রাখছে। পরবর্তী পদক্ষেপের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। হ্যাঁ পিসিবি প্রয়োজনে পরামর্শ এবং নির্দেশের জন্য পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগে রয়েছে।