Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওপার বাংলা থেকে এপার বাংলা, দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন তিনি। অভিনয়ে সাফল্য পেলেও ব্যর্থতা তাঁকে ঘিরে রয়েছে বলে, মনে করছেন অভিনেতা। সম্প্রতি তিনি সে কথাই জানালেন দর্শকদের। কী বললেন অভিনেতা ? কোন ব্যর্থতা তাঁকে গ্রাস করছে? জীবনের সফলতা কী অধরাই থেকে গেল তাঁর কাছে?

ব্যর্থতার কথা তুলে ধরা (Chanchal Chowdhury)
চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) তাঁর জীবনের ব্যর্থতা বলতে ১৮ বছরে দাম্পত্য জীবনের কথা বলেছেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না অভিনেতা। তবে সমাজ মাধ্যমের পাতায় তাঁর ব্যক্তিগত জীবনের ব্যর্থতার কথা তুলে ধরলেন। এমনকি স্ত্রী শান্তার কাছে ক্ষমা চাইলেন ! আসলে অভিনয়ের জগতের মানুষ তিনি, অভিনয়ের প্রতি তাঁর দায়িত্ববোধ এতটাই বেশি যে ,তিনি ব্যক্তিগত জীবনের দায়িত্ব নিতে পারেননি। অভিনেতার সংসার বলতে স্ত্রী ও পুত্রকে নিয়ে। স্ত্রী পেশায় চিকিৎসক। সংসারের দায়িত্ব সামলে চলেছেন স্ত্রী শান্তা।

ভালোবাসা ও সম্মান অটুট (Chanchal Chowdhury)
অভিনেতা চঞ্চল ও শান্তার বিবাহবার্ষিকী ছিল ২৭ এ আগস্ট। তবে অভিনেতা তারিখটি ভুলে যান। যদিও তা নিয়ে শান্তার কোনও অভিযোগ নেই। প্রেম করে বিয়ে। প্রায় অনেক বছর হল একই ছাদের তলায় রয়েছেন দুজনে। একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান অটুট। অভিনয় জগতে অভিনেতা চঞ্চল বেশি সময় দিলেও স্ত্রী শান্তার কোনও অভিযোগ নেই তাতে।
টিকে থাকার একমাত্র কারণ (Chanchal Chowdhury)
বিয়ের তারিখ কবে এবং কত তম বিবাহবার্ষিকী ,তা ভুলে গিয়েছেন অভিনেতা চঞ্চল, যদিও এই নিয়ে অপরাধবোধ কাজ করছিল অভিনেতার। চঞ্চলের কথায় ,”এই প্রথম নয়। এর আগেও বিয়ের তারিখ ভুলে গেছেন।” অভিনেতার মতে , তিনি অভিনয় জগতে সাফল্য লাভ করলেও সাংসারিক জীবনে ব্যর্থ । পাশাপাশি এও বলেন, ভুলে গেলেও অপর দিক থেকে কোনও অভিযোগ আসেনি কখনও। এটাই নাকি তাঁর বিবাহিত জীবন টিকে থাকার একমাত্র কারণ ,বলে মনে করেন অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)।
আরও পড়ুন: Sridevi: শ্রীদেবীর সম্পত্তি নিয়ে বিতর্ক, আইনের দ্বারস্থ বনি কাপুর
দুই বাংলাতে জনপ্রিয় (Chanchal Chowdhury)
অভিনয় নির্ভর জীবনের ব্যস্ততা ও শুটিং পরিকল্পনায় প্রায়শই সংসারে সময় কাটাতে পারেন না অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। আর এই কারণগুলি ঘরে ফিরলে তাঁকে আঘাত করে। জনপ্রিয় এই অভিনেতা ব্যতিক্রমী অভিনয়শৈলীতে ও নানা চরিত্রে অভিনয় করতে দক্ষ । সাম্প্রতিক একটি চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত ছবি প্রশংসিত হয়েছে। তিনি শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গেও জনপ্রিয়। অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) অভিনীত কাজগুলি সামাজিক বার্তা বহন করে ও শিল্পমান বজায় রাখে।