ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গতকাল অর্থাৎ ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত (Chandra Grahan) হয়েছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ, যা ঘটেছে ভাদ্রপদ পূর্ণিমার রাতে। জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি স্বাভাবিক গ্রহীয় ঘটনা-যখন পৃথিবী, সূর্য এবং চাঁদ এক সরল রেখায় অবস্থান করে, তখন পৃথিবীর ছায়ায় ঢেকে যায় চাঁদ। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই গ্রহণের প্রভাব শুধুমাত্র একটি রাতেই সীমাবদ্ধ থাকে না। বরং তা দীর্ঘস্থায়ী হয়ে বিভিন্ন রাশিচক্রের উপর রেখে যায় ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব।
কোন রাশির জাতকদের জন্য সাবধানতা জরুরি? (Chandra Grahan)
মেষ, বৃষ, কুম্ভ এবং মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই গ্রহণ অশুভ প্রভাব আনতে (Chandra Grahan) পারে। আগামী তিন মাস এই রাশির মানুষের জীবনে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বারবার বাধা আসতে পারে, পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। মানসিক উদ্বেগ ও উদ্বাহু ভাব বাড়তে পারে। শারীরিক দুর্বলতাও হতে পারে এই সময়ে। এমনকি ব্যক্তিগত সম্পর্কেও টানাপোড়েন দেখা দিতে পারে এবং অর্থনৈতিক ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই রাশির মানুষদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা আত্মবিশ্বাস না হারিয়ে ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিটি সিদ্ধান্ত নেন এবং প্রয়োজন হলে জ্যোতিষ বিশেষজ্ঞের পরামর্শ নেন।

কোন রাশির ভাগ্যে আসছে সুযোগ? (Chandra Grahan)
চন্দ্রগ্রহণের মধ্য দিয়ে যেমন কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য চ্যালেঞ্জ (Chandra Grahan) আসছে, তেমনই কিছু রাশির জন্য সামনে অপেক্ষা করছে সম্ভাবনার দরজা। কারণ, ১৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শুক্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করছে। এই পরিবর্তন মূলত সম্পদ, সৌন্দর্য ও ভোগবিলাসের গ্রহ শুক্রের শক্তি বাড়াবে।
আরও পড়ুন: Calcutta High Court : ‘দ্য বেঙ্গল ফাইলস’ চলচ্চিত্র নিয়ে মামলায় তথ্যের অভাবে মামলা খারিজ হাইকোর্টের
মেষ, বৃষ, কর্কট, সিংহ, তুলা এবং ধনু রাশির মানুষরা এই সময়ে বিশেষভাবে উপকৃত হতে পারেন। সরকারি চাকরি, প্রশাসনিক কাজ কিংবা রাজনীতির সঙ্গে যুক্ত মানুষের জন্য এটি অত্যন্ত শুভ সময়। বহু ক্ষেত্রে রাজযোগ ও ধনযোগের সম্ভাবনাও দেখা দিতে পারে।